নয়া দিল্লি: সম্পর্ক ভাল রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে।
পালাবদলের বাংলাদেশে ফের এক ছাত্রনেতার গলায় ফের ভারত-বিদ্বেষের সুর। গতকাল রাজশাহিতে এক অনুষ্ঠানে কার্যত ভারতকে হুঁশিয়ারি দেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, ‘চ্যানেল 24’-এ ছাত্রনেতাকে এই বক্তব্য রাখতে শোনা যায়।
এর আগেও ভারতকে নিশানা করেন বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। রীতিমতো হুমকির সুরে সারজিস আলম বলেন, কোনও দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি তিক্ততার হবে, সেটা ভারতই তাদের কাজের মাধ্যমে ঠিক করবে। আওয়ামি লিগকে নিরাপত্তা দিয়ে গত ১৬ বছর ভারত বাংলাদেশকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না।
এদিকে, ফের রাজনীতির ময়দানে শেখ হাসিনা? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিবৃতি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ছেলে সজীব ওয়াজেদ। যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেছেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের শহিদ বুদ্ধিজীবী দিবস। জাতির সঙ্কটময় মুহূর্তে এ বছর দিনটি পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী ও বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামি লিগ সরকারকে হঠিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর অমানবিক নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে এরা জলাঞ্জলি দিয়েছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে। এদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ছেলে সজীব ওয়াজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে হাসিনার এই বিবৃতি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে