কলকাতা : বছরের পর বছর ধরে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে বন্দি রাখতে চাইছে ইউনূস সরকার। বিচার ছাড়াই সন্ন্যাসীকে বন্দি রাখা যাবে, এটাই মনে করছে তারা। সন্ন্যাসীকে বন্দি রাখার ঘটনা প্রভাব ফেলেছে আন্তর্জাতিক মহলে, এমনটাই অভিযোগ করেছেন বন্দি সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ।বিচারবিভাগকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষের। 'আমি অসুস্থ না থাকলে ২ জানুয়ারি সন্ন্যাসীর শুনানির দিন যাবই। যদি যেতে না পারি আইনজীবী ঠিক করে দেব, লড়বই', ঘোষণা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের। 'চিন্ময়কৃষ্ণ দাস দেশের জন্য ভাল কাজ করেছেন। তিনি কেন জেলে থাকবেন? আইনজীবীরা কেন জেলে থাকবেন? যাতে বিচার প্রক্রিয়া চালু রাখা না যায় তাই জন্যই এসব করা হচ্ছে,' অভিযোগ রবীন্দ্র ঘোষের। তবে যাই হোক না কেন লড়াইয়ের ময়দান তিনি ছাড়বেন না। বর্ষীয়ান আইনজীবী বলছেন, 'লড়েছি যখন লড়বই। ভাল কাজের জন্য কেউ ক্ষুব্ধ হলে আমার কিছু যায় আসে না।' সক্রেটিসের প্রসঙ্গ টেনে বলেন আসল সত্য তিনি উদঘাটন করবেন। অতীতের আক্রমণ প্রসঙ্গে তিনি বলেছেন, 'শুধু শারীরিক ভাবে নয়, মৌখিক ভাবেও আক্রমণের শিকার হয়েছি। ধর্মের কারণেই এসব হচ্ছে। অবিলম্বে বন্ধ হওয়া জরুরি।'
অন্যদিকে বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের কাছে গিয়েছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। কলকাতার ইসকন মন্দিরে সন্ন্যাসীর আইনজীবীকে নিয়ে আসেন রাধারমণ দাস। আইনজীবী রবীন্দ্র ঘোষের পাশে রয়েছে ইসকন, ঘোষণা করেছেন রাধারমণ দাস। ইসকন মন্দির থেকে কলকাতা হাইকোর্টে যাবেন রবীন্দ্র ঘোষ। সেখানে সম্বর্ধনা দেওয়া হবে সন্ন্যাসীর আইনজীবীকে।
বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন কেমন? সংখ্যালঘুদের অবস্থাই বা ঠিক কী?
এই প্রসঙ্গে এদিন কলকাতা ইসকনের অনুষ্ঠানে এসেছে আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন, 'আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। ৩০ বছর ধরে মানবাধিকার নিয়ে লড়ছি। সংখ্যালঘু নির্যাতনের ৬৬৫৩টি ঘটনা ঘটেছে বলে জেনেছি।' সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রসঙ্গেও এদিন তাঁর আইনজীবী বলেছেন, মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে। রবীন্দ্র ঘোষ ধৃত সন্ন্যাসীর আইনজীবী হিসেবে কাজ শুরু করার পর থেকেই বারংবার কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। পেয়েছেন প্রাণনাশের হুমকিও। তবে বারবার হুঁশিয়ারি পেয়েও মোটেই ভয় পাননি বৃদ্ধ এই আইনজীবী। বরং নিজের সিদ্ধান্তে অটল তিনি। তবে রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের আইনজীবী হিসেবে তিনি যখন আদালতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তাঁর বন্ধুস্থানীয় অন্যান্য অনেক আইনজীবীই তাঁকে এই পথে এগোতে বাধা দিয়েছিলেন।
সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে কাজ করেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। তাই বারবার তাঁর কথায় উঠে এল সকলের সমান অধিকার প্রতিষ্ঠার কথা। ইসকনের মন্দিরে এসে প্রার্থনা করেছেন সকলের জন্য। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস যাতে দ্রুত মুক্তি পান, সেই প্রার্থনাও ঈশ্বরের কাছে করেছেন বলে জানিয়েছেন এই আইনজীবী। আগামী দিনেও লড়াই চালিয়ে যাবেন বলেই আশ্বাস দিয়েছেন রবীন্দ্র ঘোষ। মানবাধিকারের জন্য লড়াই জারি থাকবে। তিনি এও অভিযোগ করেছেন জেনেভা কনভেনশনের কোনও নিয়মই মেনে চলা হচ্ছে না বাংলাদেশে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।