Bangladeshi Arrested: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে ভারতের বিভিন্ন মেট্রোপলিটান শহরে। আর এই আবহেই গুজরাতে পুলিশের অভিযানে পাকড়াও হয়েছেন এক হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী। আমদাবাদ এবং সুরাতে ব্যাপক ধরপাকড় করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ১০২২ জন বাংলাদেশি। সূত্রের খবর, এঁদের কাছে নেই বৈধ নথিপত্র। বেআইনি ভাবেই এদেশে প্রবেশ করেছিলেন তাঁরা। আর এবার ভারত ছেড়ে পালাচ্ছিলেনও ভুয়ো, জাল কাগজপত্রের সাহায্যে। আমদাবাদ থেকে ৮৯০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সুরাত থেকে গ্রেফতার হয়েছেন ১৩২ জন বাংলাদেশি। ৬টি দল গঠন করে অভিযান চালানো হয়েছে বলে খবর।
গুজরাত পুলিশ, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট, ইকোনমিক অফেন্স উইং এবং স্থানীয় পুলিশ, একযোগে অভিযান চালিয়েছে আমদাবাদ এবং সুরাতে। পুলিশ সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়া শেষ হলে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আমদাবাদে শনিবার ভোর ৩টে থেকে শুরু হয়েছিল অভিযান।
অন্যদিকে পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিরা এখনও ধরা পড়েনি। কাশ্মীরের আনাচে-কানাচে চলছে চিরুনি তল্লাশি। রাজৌরি সেক্টরে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে। কুলগামে গ্রেফতার হয়েছে ২ সন্দেহভাজন জঙ্গি। এছাড়াও বান্দিপোড়া থেকে এক সন্দেহভাজন জঙ্গি আটক। বান্দিপোরা থেকে ইজাজ আহমেদ নামে একজন আটক। প্রত্যক্ষদর্শীদের দেওয়া ছবির সঙ্গে মিল, আটক করে জিজ্ঞাসাবাদ।
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানে বিস্ফোরণে উড়ল ৩ লস্কর জঙ্গির বাড়ি। এই ৩ জনই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে অনুমান। গতকাল রাতে পুলওয়ামার মুরানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় লস্কর-ই-তৈবার জঙ্গি এহসান-উল- হক শেখের বাড়ি। বিস্ফোরণে ধ্বংস করে দেওয়া হয় কুলগামের মাতালহামায় আরেক লস্কর জঙ্গি জাকির আহমেদ গণিয়ার বাড়িও। সোপিয়ানের চটিপোরায়আরেক লস্কর জঙ্গি শহিদ আহমেদ কুতেইয়ের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে ত্রাল ও বিজবেহারায় দুই জঙ্গি আসিফ আহমেদ শেখ এবং আদিল গুরুর বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়।