বরেইলি: বরেইলির বাজারে ঝুমকো হারিয়েছিল। ১৯৬৬ সাল থেকে তার খোঁজ করে চলেছেন বরেইলিবাসী। অবশেষে তা মিলল। বরেইলির পার্সাখেরা এলাকায় বসানো হল বলিউডি গানের জগতে ইতিহাস গড়া কালজয়ী সেই ঝুমকো।


১৯৬৬-তে মেরা সায়া ছবিতে সাধনার সেই নাচ মনে রেখেছে বলিউড। লিপে ছিল আশা ভোঁসলের গান, ঝুমকা গিরা রে। বরেইলির বাজারে ঝুমকো হারিয়েছিল বলে নালিশ করছিলেন সাধনা কিন্তু তা নিয়ে তাঁর মনে একটুও দুঃখ আছে বলে মনে হয়নি। মুখে ছিল হাসি, পায়ে ছন্দ। ঝুমকো পাওয়া গিয়েছিল কিনা জানা যায়নি কিন্তু বরেইলি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ব্যক্তিটিও জেনে যান উত্তর প্রদেশের এই শহরের কথা। বরেইলিকে সাধনা ও আশা ভোঁসলে অমর করে গিয়েছেন।


যাই হোক, ৫৪ বছর পর বরেইলির প্রতীক এই ঝুমকো বসানো হল এবার জিরো পয়েন্টে, ২৪ নম্বর জাতীয় সড়কের পাশে। কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় সাংসদ সন্তোষ গাঙ্গওয়ার ১৪ ফুট লম্বা, ২০০ কেজি ওজনের ঝুমকোটির উদ্বোধন করেছেন। এতে বসানো হয়েছে রঙবেরঙের নানা পাথর, সাজানো হয়েছে শহরের বিখ্যাত জরি দিয়ে।


ঝুমকোর সেই গান বরেইলিকে এতটাই বিখ্যাত করে দিয়েছে, যে এখনও পর্যটকরা শুধু এ কারণেই এ শহরে আসেন। এখানকার ঝুমকোর সঙ্গে অন্য জায়গার ঝুমকোর খুব একটা পার্থক্য নেই কিন্তু বরেইলির ঝুমকোর চাহিদা দারুণ। এ সব কথা মাথায় রেখে বরেইলি ডেভেলপমেন্ট অথরিটি শহরের ঠিক মাঝখানে সেই প্রবাদপ্রতিম ঝুমকো বসানোর সিদ্ধান্ত নেয়। গোটা প্রকল্পে খরচ পড়েছে ১৮ লাখ টাকার মত।