নয়াদিল্লি: ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে মিটিংয়ের পরেই গুরুতর অসুস্থ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজ্যান্ডার লুকাশেঙ্কো (Alexander Lukashenko)। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে তড়িঘড়ি হাসপাতালের ভর্তি করাতে হয়েছে বেলারুশের প্রেসিডেন্টকে। মস্কোতেই দুই রাষ্ট্রপ্রধানের দেখা হয়েছিল, সেখানেই মিটিং হয়। সূত্রের খবর, তারপরেই অসুস্থ হয়ে পড়েন লুকাশেঙ্কো। পূর্ব ইউরোপের দেশগুলির মধ্যে বেলারুশ বরাবরই রাশিয়া-ঘনিষ্ঠ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, পূর্ব ইউরোপের এই দেশটিই প্রথম থেকে রাশিয়ার পাশে থেকেছে।


লুকাশেঙ্কোর অসুস্থতার খবর ট্যুইট করেছেন বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি সেপকালো (Valery Tsepkalo)। তিনি ট্যুইটে লিখেছেন, 'প্রাথমিক ভাবে যা খবর পাওয়া গিয়েছে, পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরেই লুকাশেঙ্কোকে তড়িঘড়ি মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি।' লুকাশেঙ্কোর রক্ত পরিশোধন করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।  বেলারুশের বিরোধী নেতা বিষক্রিয়ার ঘটনার দিকেও ইঙ্গিত করেছেন। তাঁর নিশানা রাশিয়া।






বেশ কিছুদিন ধরেই বেলারুশের প্রেসিডেন্ট  আলেকজ্যান্ডার লুকাশেঙ্কোর স্বাস্থ্য ভাল যাচ্ছিল না। সম্প্রতি তাঁকে দৃশ্যতই ক্লান্ত লেগেছে, হাতে ব্যান্ডেজও দেখা গিয়েছিল। ফলে তাঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। গত সপ্তাহে অবশ্য লুকাশেঙ্কো নিজেই দাবি করেছিলেন যে তিনি ভাল রয়েছেন। সর্দি-কাশিতে ভুগছেন বলেও জানিয়েছেন তিনি। 


১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় লুকাশেঙ্কো। বিরোধীরা তাঁর বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগও এনেছেন। গত বছর ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে বেলারুশের মাটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন তিনি। সম্প্রতি রাশিয়া থেকে কিছু কৌশলী পরমাণু অস্ত্র বেলারুশে নিয়ে যাওয়া হচ্ছিল। তার মাঝেই এমন ঘটনায় আন্তর্জাতিক স্তরে তুঙ্গে জল্পনা। হঠাৎ কেন অসুস্থ বেলারুশের প্রেসিডেন্ট? বিষক্রিয়া না কি অন্য কোনও কারণ? বেলারুশ সরকারের পক্ষ থেকে এখও সরকারি ভাবে কিছু না জানানোয় জল্পনা আরও বাড়ছে।


আরও পড়ুন: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার