অযোধ্যা: ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সাজো সাজো রব উঠে গেছে গোটা দেশজুড়েই। মন্দিরে জ্বালানোর জন্য কেউ ১০৮ ফুটের ধূপকাঠি তৈরি করছে তো কোথায় প্রস্তুত বিশালাকার ঘণ্টা। 


বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, অযোধ্যার রাম মন্দিরে লাগানো হবে মোট ১০৮টি ঘন্টা। এই ঘণ্টাগুলি আসবে তামিলনাড়ু থেকে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় মাস খানেক আগে এই অর্ডার দেওয়া হয় তাদের। সূত্রের খবর, ৫ টি ৭০ কেজি ওজনের ঘণ্টা, ৬০ কেজির ৬ টি ঘণ্টা, এবং একটি ২৫ কেজি ওজনের ঘন্টা তৈরি করা হচ্ছে রাম মন্দিরের জন্য। মোট ১২ টি বড় এবং ৩৬ টি ছোট ঘণ্টা রাম মন্দিরের জন্য তৈরি করছে তামিলনাড়ুর এই সংস্থা। জানা যাচ্ছে ঘন্টাগুলির মোট ওজন ১২০০ কেজি। অযোধ্যার রাম মন্দিরের জন্য তৈরি করা হবে মোট ১০৮টি ঘন্টা। ইতিমধ্যে রাম মন্দিরে তামিলনাড়ু থেকে এসে পৌঁছে গেছে আটচল্লিশটি ঘন্টা।


তবে এর মধ্যে উত্তরপ্রদেশের জলেশ্বর শহরে দাউ দয়ালের তত্ত্বাবধানেই তৈরি হচ্ছে রাম মন্দিরের ২১০০ কেজির ঘণ্টা। রাম মন্দিরের ঘণ্টার নকশা তৈরি করেছেন ইকবাল মিস্ত্রী। ধর্মের দিক থেকে তিনি মুসলিম। ৪ পুরুষ ধরে ঘণ্টা তৈরির কাজ করে আসছেন দয়াল। তিনি জানান,  'আমাদের মুসলিম ভাইয়েরা নকশা ও পালিশ করতে খুবই পটু। তবে এত বড় ও ভারি ঘণ্টা তৈরির কাজ এই প্রথম করছেন তাঁরা।' 


রাম মন্দিরের এই ঘণ্টা অষ্টধাতু দিয়ে তৈরি হচ্ছে। সোনা, রুপো, তামা, দস্তা, সীসা, টিন, লোহা ও পারদ, এই ৮ ধাতুর সংমিশ্রণেই গড়ে উঠবে রাম মন্দিরের বিশাল ঘন্টা। জলেশ্বরের ইটা জেলার পৌরপ্রধান বিকাশ মিত্তল বলেন, 'এই ঘণ্টা তৈরির বরাত তাঁরা গত নভেম্বর মাসে পান। অষ্টধাতুর তৈরি এই ঘণ্টা তৈরি করতে খরচ হয়েছে ২১ লক্ষ টাকা।


এই ঘণ্টার বিশেষত্ব হল এই বাজানো হলে এর শব্দ ১০-১৫ কিলোমিটার পর্যন্ত শোনা যাবে। অর্থাৎ রামমন্দির সংলগ্ন জেলাগুলিতে এই ঘণ্টার প্রতিধ্বনি শোনা যাবে। 


আরও পড়ুন, 'কম টাকায়' অযোধ্যা-লাক্ষাদ্বীপ ভ্রমণ? বড় ঘোষণা এই উড়ান সংস্থার


অন্যদিকে, রাম-নাম লেখা, রামলালার মুখ আঁকা বিশেষ গোলাপে সাজবে রাজলালার দরবার। স্টেশন থেকে বিমানবন্দর, সবকিছুতেই রামমন্দিরের ছোঁয়া। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে চারপাশ। জানা গিয়েছে, এরকম বিশেষ ধরনের গোলাপে সাজানো হবে রামলালার দরবার। যার কোনওটাতে ছাপা রামলালার মুখ, কোনওটায় আবার লেখা রাম-নাম। এই ফুলের বৈশিষ্ট্য, ১০-১২ গোলাপের তোড়ার দাম হবে দশ-বারো হাজার টাকা। এর রঙ উঠবে না। 


রামের বিভিন্ন ছবি, মধুবনি আর্টে সাজছে গুরু বশিষ্ঠ চকও।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে