গুয়াহাটি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) এই সিরিজ়ে এই প্রথমবার কোনও সেশনে একটিও উইকেট পড়ল না। সেনুরাণ মুথুস্বামী (Senuran Muthusamy) ও কাইল ভিরেইনার পরিপক্ক ব্যাটিংয়ে ছয় উইকেটেই তিনশো রানের গণ্ডি পার করে ফেলল দক্ষিণ আফ্রিকা। দুরন্ত অর্ধশতরান হাঁকালেন মুথুস্বামী। গুয়াহাটিতে দ্বিতীয় দিনের প্রথম সেশনে উঠল ৬৯ রান। প্রোটিয়াদের বর্তমান স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩১৬ রান।

Continues below advertisement

দ্বিতীয় দিনে ভারতীয় বোলাররা এখনও পর্যন্ত দাঁত ফোটাতে ব্যর্থ হয়েছেন। এই প্রথমবার সিরিজ়ের কোনও সেশনে একটিও উইকেট পড়েনি। চা পানের বিরতির আগে দিনের প্রথম সেশনে প্রোটিয়া দল কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান যোগ করে। সেনুরাণ মুথুস্বামী এবং কাইল ভিরেইনা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যান। বলও অত্যন্ত মন্থর গতিতেই ঘোরায় মানিয়ে নিতে প্রোটিয়া ব্যাটারদের খুব একটা সমস্যা হয়নি।

ভিরেইনা তো স্টেপ আউট করে বেশ সুন্দরভাবেই ব্যাট করেন। প্রোটিয়া কিপার-ব্যাটার অর্ধশতরানের দোরগোড়ায়। তিনি ৩৮ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। অপরদিকে, মুথুস্বামী কিন্তু নিজের কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরে মুথুস্বামীর ব্যাটিং দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছিল। ভারতের মাটিতে প্রথম ম্যাচে খেলেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই ব্যাট হাতে বেশ নজর কাড়ছেন অলরাউন্ডার। ইতিমধ্যেই কিন্তু দুইজনে মিলে সপ্তম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন।

Continues below advertisement

এই সেশনেই কিন্তু অন্তর্বর্তীকালীন ভারতীয় অধিনায়ক ঋষভ পন্থ মেজাজও হারান। দ্বিতীয় দিনের প্রথম সেশনে পন্থকে একসময় বিরক্ত হয়ে কুলদীপ যাদবের উদ্দেশে বলতে শোনা যায়, 'বাড়িতে খেলছ নাকি। দ্রুত এক বল কর। কুলদীপ দুই দুইবার ওয়ার্নিং পেলি। টেস্ট ক্রিকেটটাকে মজা ভেবে নিয়েছে।' তবে হঠাৎ এই ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব করা কিপার রেগে কেন গেলেন?

টেস্ট ম্যাচে সময় অপচয় কমাতে বর্তমানে আইসিসির তরফে নতুন স্টপক্লক শুরু করা হয়েছে। দুই ওভারের মাঝে ৬০ সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না। কিন্তু কুলদীপ ৮৮তম ওভারে ফিল্ডিং সাজাতে গিয়ে বাড়তি সময় নেন। এই প্রথম নয়, এই ইনিংসে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটেছে। নিয়ম অনুযায়ী আম্পায়ার দুইবার এই বিষয়ে বোলিং দলকে সতর্ক করতে পারেন। সেইমতোই সতর্ক করা হয় কুলদীপ তথা ভারতীয় দলকে। পরবর্তী ৮০ ওভারের মধ্যে যদি আর একবারও এই ঘটনা ঘটে, তাহলে কিন্তু শাস্তিস্বরূপ দক্ষিণ আফ্রিকা দলকে পাঁচ রান দেওয়া হবে।

ম্যাচের দ্বিতীয় সেশনে ভারতীয় সমর্থকরা আশা করবেন দ্রুতই যেন দলের বোলাররা সাফল্য় পান, নয়তো দক্ষিণ আফ্রিকা কিন্তু বড় রানের পথে অগ্রসর। ক্রিজে দুই সেট ব্যাটারও রয়েছে। তাই আপাতত ভারতীয় দল খানিকটা চাপেই।