রাজ্যে গতকালের তুলনায় বাড়ল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা, সুস্থতার হার ৬৭.৬ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jul 2020 09:15 PM (IST)
রাজ্যে গতকালের তুলনায় বাড়ল কোভিড-১৯ সংক্রমণ-মৃত্যু।একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ৪১। একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ২৯৪।
কলকাতা: রাজ্যে গতকালের তুলনায় বাড়ল কোভিড-১৯ সংক্রমণ-মৃত্যু।একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ৪১। একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ২৯৪। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৬৫ হাজার ২৫৮।এখনও পর্যন্ত করোনায় ১ হাজার ৪৯০জনের মৃত্যু।এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীন ১৯ হাজার ৬৫২। রাজ্যে একদিনে করোনার সংক্রমণ মুক্ত ২ হাজার ৯৪।রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৬৭.৬%। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬৮৮, মৃত ১৭।উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৫৫৪, মৃত ৯।দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১০৮, মৃত ৫।হাওড়ায় একদিনে করোনা আক্রান্ত ২৫৮, মৃত ৪।পশ্চিম বর্ধমানে একদিনে সংক্রমিত ২৯, মৃত ১।