কৌশিক গাঁতাইত, মাইথন: মাইথন (Maithon) সংলগ্ন এলাকার গভীর জঙ্গল থেকে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। এই অভিযোগ জানিয়ে গভীর জঙ্গলের ভেতরে বন দফতরের কর্মী ও আধিকারিকদের সামনেই তুমুল প্রতিবাদ জানালেন আদিবাসী ২২ মৌজার মানুষরা (Tribal people Protest)।


বুধবার সকালে আদিবাসী ২২মৌজার লো এবং খেরোয়াল মহলের তরফে হদলা জঙ্গলে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। আসানসোলের মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ। কী স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বন দফতরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বিক্ষোভ প্রতিবাদে নামলেন।


আরও পড়ুন: North Bengal Rainfall Warning: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মাঝেই উত্তরবঙ্গে ২ জুন পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের


আসানসোলের হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। সেখানে যখন তখন নির্বিচারে গাছ কাটার বিষয়ে তাঁরা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন। বুধবার শেষ পর্যন্ত বন দফতরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেইসব এলাকায় গিয়ে কার্যত আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেন আদিবাসীরা। 


তাঁদের অভিযোগ, এক শ্রেণীর জমি মাফিয়ারা জোর করে বন দফতরের জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে। বুধবার তাঁরা যখন বন দফতরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন তখন এই ছবি ধরা পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Malda News: মেয়ের বিয়ের সকালে আসার কথা ছিল পরিযায়ী শ্রমিক বাবার, ফিরল কফিনবন্দি দেহ !