রাজীব চৌধুরী, জিয়াগঞ্জ: দেশের মধ্যে সেরা পর্যটন গ্রামের (Best Tourism Village) শিরোপা জিতে নিয়েছেন মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জ ব্লকের লালবাগ মহকুমার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম বড়নগর (Baranagar village)। নবগ্রামের কিরীটেশ্বরীর পর এবার দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। কেন্দ্রের পর্যটন মন্ত্রকের কৃষি-পর্যটন বিভাগে এই শিরোপা পেয়েছে এই গ্রাম। এই সুখবরটি টুইট করে জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে কেন্দ্রের সেরা পর্যটন গ্রামের পুরস্কার তুলে দেওয়া হবে পশ্চিমবঙ্গের হাতে।


আসুন দেখেনি কী কী রয়েছে এখানে। যার জন্য দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে বেছে নেওয়া হয়েছে লালবাগ মহকুমার বড়নগরকে। জিয়াগঞ্জের ছোট্ট এই জনপদে রয়েছে রানি ভবানীর বাংলা ও চার বাংলা মন্দির। মূলত এই দুটিই বড়নগরের প্রধান আকর্ষণ। যা দেখতে রাজ্যের পাশাপাশি দেশের অন্য জায়গা থেকে প্রচুর মানুষ বছরের বিভিন্ন সময় এখানে এসে থাকেন। বড়নগরের টেরাকোটা মন্দির কমপ্লেক্সের মধ্যে চার বাংলা মন্দির ছাড়াও রয়েছে শিব, কালী ও বিষ্ণু প্রভৃতি বিভিন্ন জনপ্রিয় হিন্দু দেবতার মন্দির। ওই মন্দিরগুলির গায়ে রয়েছে হিন্দু পুরাণের নানা ঘটনাবর্ণিত ছবি।


স্থানীয় মানুষদের কাছ থেকে জানা গেছে, অষ্টাদশ শতকে রানি ভবানী স্বয়ং এই মন্দিরগুলি তৈরি করেছিলেন। তাঁর সময় মুর্শিদাবাদের এই বড়নগর গ্রামটি 'ভারতের বারাণসী' নামেও পরিচিত ছিল। তার বাংলা মন্দির ছাড়াও এখানে রয়েছে ভবানীশ্বর মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, গঙ্গেশ্বর শিব মন্দির, পঞ্চমুখী শিব মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির ও আদ্যা মন্দির সহ আরও বেশ কয়েকটি টেরাকোটার মন্দির। যা এই গ্রামের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম।   




বাংলার প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য বহন করার পাশাপাশি কৃষি ও তাঁত শিল্পে অনন্য কিছু জিনিস তৈরি করেছেন এই গ্রামের বাসিন্দারা। টাঙ্গাইল, জামদানি ও বালুচরির মতো অনন্য সুন্দর শাড়িও তৈরি করেন তাঁরা। রয়েছে বেত ও বাঁশের তৈরি বিভিন্ন শিল্পকীর্তি। মৃৎশিল্পেও উল্লেখযোগ্য কিছু কীর্তি রয়েছে এই বড়নগর গ্রামের বাসিন্দাদের। বিভিন্ন জায়গা থেকে আসা মানুষদের সুবিধার জন্য গড়ে উঠেছে প্রচুর হোমস্টেও। যেখানে বাড়ির পরিবেশে থেকে এই অনন্য সুন্দর বড়নগর গ্রামকে উপভোগ করতে পারবেন আপনিও।


বৃহস্পতিবার বড়নগরের সেরা পর্যটন গ্রাম হিসেবে শিরোপা জিতে নেওয়ার বিষয়টি টুইট করে জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, "আমি এটা জানাতে পেরে আপ্লুত যে মুর্শিদাবাদ জেলার বড়নগর গ্রামকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক কৃষি-পর্যটন বিভাগে 'সেরা পর্যটন গ্রাম' হিসেবে নির্বাচিত করেছে। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে এই পুরস্কারটি দেওয়া হবে। আমাদের রাজ্যে যে অনন্য ভাণ্ডার রয়েছে তা লালন-পালন ও প্রচার করে পুরো বিশ্বের সামনে তুলে ধরি।" 


 





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Suvendu Adikari: স্বাস্থ্য দফতরের দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু, কী কী অভিযোগ বিরোধী দলনেতার