কলকাতা : প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মীদের মধ্যে বাড়ছে ব্রুসেলোসিস (Brucellosis )আক্রান্তের সংখ্যা।কয়েকমাস আগে গবাদি পশুদের ভ্যাকসিন দিতে গিয়ে প্রাণিবন্ধু, প্রাণিসেবী, প্রাণিমিত্র, কৃত্রিম প্রজনন কর্মীদের মধ্যে কারও সিরিঞ্জ ভেঙে শরীরে, কারও ভ্যাকসিন ছিটকে নাকে, চোখে, মুখে লাগে।
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সূত্রে খবর, এরপর থেকেই প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মীদের মধ্যে বাড়ছে ব্রুসেলোসিস আক্রান্তের সংখ্যা। ৪০০ জনের নমুনা পরীক্ষার পর সম্প্রতি আরও ৪৫ জনের শরীরে মিলেছে ব্রুসেলা নামে ব্যাকটেরিয়া। এর প্রেক্ষিতে প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মীদের ওপর সমীক্ষা চালানোর ভাবনাচিন্তা করছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন।
আরও পড়ুন :
রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত ৫৭৪, মৃত্যু ৬ জনের
ভ্যাকসিন দিতে গিয়ে বিপত্তি! গবাদি পশুর রোগ ছড়াচ্ছে মানব শরীরে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে নতুন করে ২ জনের শরীরে ব্রুসেলোসিস ধরা পড়ে নভেম্বরের শেষ দিকে। এর আগে গত ১২ নভেম্বর আলিপুরদুয়ারের প্রাণিসম্পদ বিকাশ দফতরের দুই কর্মী ব্রুসোলোসিসে আক্রান্ত হন। তাঁরা সুস্থ হতে না হতে, নতুন করে আক্রান্ত হতে শুরু করেন আরও কেউ কেউ।
ব্রুসেলা নামক ব্যাকটেরিয়া থেকে ছড়ায় এই রোগ (bacterial disease)। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশু। জানা যায়, ভ্যাকসিনেশন দেওয়ার সময় গবাদি পশুর ছটফটানিতে কারও শরীরে ফুটে গিয়েছিল সিরিঞ্জ। কারও গায়ে ছিটকে পড়েছিল ভ্যাকসিনের তরল। তা থেকেই সংক্রমণ বলে আশঙ্কা।
ব্রুসেলোসিসের উপসর্গ ( Brucellosis - Symptoms )
- কাঁপুনি দিয়ে জ্বর
- দুর্বলতা
- পেশিতে ব্যথা
- শিরদাঁড়ায় ব্যথা
- গাঁটে গাঁটে ব্যথা
- মাথা যন্ত্রণা