কলকাতা: আজও ৫০০-র কোটায় রাজ্যের (West Bengal) দৈনিক করোনা সংক্রমণ (Corona Infection), বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতের (Department Of Health) প্রকাশিত বুলেটিন (Health Bulletine) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Corona Affected) হয়েছেন ৫৭৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৫০৭। অর্থাৎ আজ সামান্য হলেও বাড়ল আক্রান্তের সংখ্যা। উল্লেখ্য এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,২০,৮০৩ জন। 


এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Corona Death) হয়েছে ৬ জনের। সবমিলিয়ে আজ পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৫৬৮ জন। গতকাল রাজ্যে করোনা (West Bengal Corona) সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৯ জন। আজকের হিসেবে রাজ্যে সংক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭,৫৭৬ জন। যা গতকালের থেকে ১৪ জন কম।


পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫১২ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫,৯৩,০৯১জন। সরকারি হিসেবে আজ রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। 


 






ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই দেশে করোনায় (India Corona) একধাক্কায় ২৩ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৩৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৮২২।   গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের।


গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২২০। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৯৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ৮২২। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় (World Corona) মৃত্যু হয়েছে ৫২ লক্ষ ৭০ হাজার ২৫১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৭০ লক্ষ ২৩ হাজার ৮৪৫।