কলকাতা: বকেয়ার দাবিতে রাজ্যে টানা আন্দোলন, এই আবহেই এবার আরও ডিএ বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্র (Central Government) ফের DA বাড়ানোয় রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে হল ৩৬ শতাংশ। এর প্রেক্ষিতে বকেয়া DA-র দাবিতে আন্দোলন চালিয়ে যেতে অনড় রাজ্য সরকারি কর্মীরা (State Government Worker)। তবে এর আগে ৬ মার্চ, l বিধানসভায় মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee) স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর মুণ্ড কেটে নেওয়া হলেও, এই মুহূর্তে এর থেকে বেশি DA দিতে পারবে না রাজ্য সরকার। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছিলেন যে, সিপিএমের আমলে সব DA বকেয়া ছিল। ৩৪ বছরে, সিপিএম মাত্র ৩৩ শতাংশ DA দিয়েছে। তৃণমূল জমানায় ৯৯ শতাংশ প্লাস ৬ শতাংশ DA অর্থাৎ ১০৫ শতাংশ DA দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বকেয়ার দাবিতে রাজ্যে টানা আন্দোলন, আরও ডিএ (DA) বাড়াল কেন্দ্র।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ-র (DA) ঘোষণা করা হয় গতকাল। ৩৮% থেকে বেড়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার ৪২% ডিএ। ১ জানুয়ারি থেকেই বর্ধিত হারে মিলবে মহার্ঘ ভাতা, জানিয়ে দেয় কেন্দ্র। ডিএ নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক বেড়ে ৩৬ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মী ছাড়াও উপকৃত হবে পেনশনভোগীরাও। একদিকে যখন কেন্দ্র সরকারি কর্মীজদে ডিএ বাড়াল, ঠিক তখনও বকেয়া ডিএ-র দাবিতে টানা অনশন-আন্দোলনে অনড় থাকার বার্তা দিল রাজ্য সরকারি কর্মীরা। ৫৮দিনে অবস্থান, আজ ৪৪দিনে পড়ল সরকারি কর্মীদের অনশন।
শুভেন্দুর খোঁচা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা ট্যুইটারে লিখলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার মহার্ঘ ভাতা (DA) ৪% বাড়িয়ে ৪২% করার সিদ্ধান্ত প্রশংসনীয়। ৪৭ লক্ষ ৫৮ হাজার কর্মী এবং ৬৯ লক্ষ ৭৬ হাজার পেনশনভোগী উপকৃত হবেন। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ক্যারিশমা। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৈষম্য আরও বাড়ল ।
এরপর শুভেন্দু আরও লেখেন, কেন্দ্রীয় সরকার যেখানে বাড়িয়ে ৪২ শতাংশ করেছে, সেখানে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার প্রতারণা করে ৬ শতাংশ বাড়িয়েছে। সব মিলিয়ে ফারাক ৩৬ শতাংশ। ট্যুইটে অন্য রাজ্যের DA-র হারও তুলে ধরেন শুভেন্দু।