সোমনাথ দাস, ঘাটাল: সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরুর করার পর ৫ বছর ১০ মাস ধরে চলছে সারদা মামলা। এই প্রেক্ষাপটে রাজ্য পুলিশের স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিম (সিট)-এর দায়ের করা একটি মামলার তদন্তভার হাতে নিল সিবিআই। ঘাটাল আদালতে চলা মামলা স্থানান্তর হল আলিপুর এসিজেএম আদালতে।


কুণাল ঘোষের বিরুদ্ধে করা মামলায় বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে ঘাটাল আদালত। ২০১৪ সালে কুণাল ঘোষের বিরুদ্ধে করা এই মামলায় এখনও চার্জশিট দিতে পারেনি সিট। সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুণাল বলেছেন, ‘একটি মামলায় আমায় গ্রেফতার করা হয়েছিল। তারপর ৬ বছর হতে চলল। আমার বিরুদ্ধে কোনও চার্জশিট দেওয়া হয়নি, যে কদিন হাজিরা দিতে এসেছি সে কদিন এসিজেএম নেই।‘

গত ৬ ফেব্রুয়ারি মামলার তদন্তভার নিজেদের হাতে চেয়ে ঘাটাল আদালতে আবেদন জানায় সিবিআই। বৃহস্পতিবার শুনানি শেষে সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে ঘাটাল আদালত।