কলকাতা: দেশের বিভিন্ন অংশে হিংসায় আর্থিক মদতের অভিযোগ। যার জেরে রাজ্যজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) একাধিক অফিসে তল্লাশি চালাল ইডি।


এদিন সকাল থেকে মুর্শিদাবাদের তিন জায়গায় ও কলকাতার একটি, মোট চার জায়গায় জায়গায় তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন প্রায় ৩০ জন ইডি আধিকারিক। তাদের বিরুদ্ধে দিল্লিতে সিএএ-বিরোধী আন্দোলনের সময় প্রতিবাদ ও সহ দেশের বিভিন্ন জায়গায় হিংসায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে।

সিএএ-বিরোধী আন্দোলনে আর্থিক সাহায্য করার অভিযোগও রয়েছে পিএফআইয়ের বিরুদ্ধে। যে অভিযোগ পাওয়ার পরই শুরু হয় তল্লাশি অভিযান।

এর আগে দিল্লিতে একাধিক জায়গায় চালানো হয়েছে অভিযান। যেখানে তারা জানতে পারে প্রায় ১০০ কোটি টাকা বিভিন্নভাবে পাঠানো হয়েছে একাধিক বিক্ষোভ-হিংসার জায়গায়।

সেই তল্লাশিতেই পাওয়া যায় বঙ্গের সঙ্গে যোগসূত্র। জানা যায়, এই রাজ্য থেকেও টাকা পাঠানো হয়েছিল। সেই সূত্র পাওয়ার পরই এরাজ্যে পিএফআই অফিসে তল্লাশি চালায় ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া হিংসায় প্রত্যক্ষ আর্থিক মদত রয়েছে পিএফআই সংগঠনের।

শুধু দিল্লিতেই নয়, নাগরিকত্ব আইন সহ একাধিক সময়ে এই রাজ্যেরও একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল। যেখানেও পিএফআই-এর কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।