কলকাতা : তীব্র দাবদাহে (Heatwave) পুড়ছে রাজ্য। পড়ুয়াদের নিয়ে উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। ২ মে থেকে গরমের ছুটি (Summer Vacation)। নবান্নে (Nabanna) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)


মুখ্যমন্ত্রী বলেন, "এই গরমে বাচ্চারা টিফিন খায় বাইরে। যখন তারা যাতায়াত করে, অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। লু-টা তারা সহ্য করতে পারছে না। কারণ, গরম খুব পড়েছে। যদি অসুবিধা না থাকে, ২ মে থেকে গরমের ছুটি। বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে।"


আরও পড়ুন ; প্রবল গরমে অতিষ্ট, পাহাড়মুখী দক্ষিণবঙ্গবাসী, তিল ধারণের জায়গা নেই ট্রেনে


স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে গরমের ছুটি দিয়ে দেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ছুটির কথা বেসরকারি স্কুলগুলিকেও জানাতে বলা হয়েছে। ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ দেওয়া হয়।


প্রচণ্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (Heatwave in South Bengal)। টানা ৫৭ দিন কলকাতায় বৃষ্টি নেই। এদিকে কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর - রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert)। 


তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতায় আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে। 


এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি পড়লে পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে। এমনই আশা করছেন অভিভাবকরা।