সুনীত হালদার, হাওড়া: হাওড়ার বাগনানে বিজেপির মণ্ডল সহ সভাপতি কিঙ্কর মাঝি খুনের ঘটনা ঘিরে পরপর তিনদিন উত্তপ্ত এলাকা!শনিবারও রাস্তা অবরোধ ঘিরে উত্তেজনা...।
চলল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ...অবরোধ তুলতে লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ।
গত শনিবার, অষ্টমীর রাতে বাগনানের চন্দনাপাড়ায়, বাড়ির সামনেই বিজেপির মণ্ডল সহ সভাপতি কিঙ্কর মাঝিকে গুলি করে করে দুষ্কৃতীরা।বুধবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল কর্মী পরিতোষ মাঝির বিরুদ্ধে।
প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপির বাগনান বনধের ডাক দেয় বিজেপি। সেদিনও ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির যুবমোর্চার ৬ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকলকেই ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় হাওড়া আদালত।
ধৃতদের মুক্তির দাবি ও বিজেপি নেতা খুনে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী পরিতোষ মাঝিকে গ্রেফতারের দাবিতে এদিন ফের উলুবেড়িয়া-আমতা রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা।
যদিও মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে তৃণমূল।
সব মিলিয়ে বাগনানে বিজেপি নেতার মৃত্যু ঘিরে দিন দিন উত্তেজনা বাড়ছে। এরইমধ্যে আগামী তেসরা নভেম্বর বাগনান থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি।