আজ ও কাল দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Oct 2020 05:21 PM (IST)
মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।আজ ও কাল দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা।মেঘলা আকাশ থাকায় বাড়তে পারে তাপমাত্রা। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা: মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।আজ ও কাল দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা।মেঘলা আকাশ থাকায় বাড়তে পারে তাপমাত্রা। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোসাগরের ওপর মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই কারণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এ জন্যই আজ ও কাল দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আকাশ মেঘলা থাকায় গত কয়েকদিন ধরে ভোরের দিকে যে মৃদু ঠাণ্ডা অনুভূত হচ্ছিল তা আর থাকবে না। বাড়তে পারে তাপমাত্রা।