Shubhendu Adhikari : ‘মুখ্যমন্ত্রী এখনও তাড়িয়ে দেননি, আমিও ছেড়ে যাইনি’, ধোঁয়াশা জিইয়েই রাখলেন শুভেন্দু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Nov 2020 05:20 PM (IST)
পূর্ব মেদিনীপুরের রামনগরের সভা থেকেও নিজের অবস্থান স্পষ্ট করলেন না শুভেন্দু অধিকারী ( Shubhendu Adhikary) । রাম নগরের সভায় শুভেন্দু বলেছেন, ‘আমি যে পদগুলিতে আছি, সবগুলি নির্বাচিত, মনোনীত নয়।আমি এখনও একটি দলের প্রাথমিক সদস্য।আমি এখনও রাজ্য মন্ত্রিসভার সদস্য।মুখ্যমন্ত্রী এখনও আমায় তাড়িয়ে দেননি, আমিও ছেড়ে যাইনি।
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের রামনগরের সভা থেকেও নিজের অবস্থান স্পষ্ট করলেন না শুভেন্দু অধিকারী। রাম নগরের সভায় শুভেন্দু বলেছেন, ‘আমি যে পদগুলিতে আছি, সবগুলি নির্বাচিত, মনোনীত নয়।আমি এখনও একটি দলের প্রাথমিক সদস্য।আমি এখনও রাজ্য মন্ত্রিসভার সদস্য।মুখ্যমন্ত্রী এখনও আমায় তাড়িয়ে দেননি, আমিও ছেড়ে যাইনি।নীতি-আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক আমরা নই।সমবায়িকার মঞ্চ থেকে রাজনৈতিক দল পরিবর্তন করা যায় না।শুভেন্দু অধিকারী স্থান-কাল-পাত্র-ব্যানার জানে'।ধোঁয়াশা জিইয়ে রেখে রামনগরের সভা থেকে মন্তব্য শুভেন্দু অধিকারীর রাজ্য রাজনীতিতে শুভেন্দুর দল পরিবর্তনের জল্পনার মধ্যেই রামনগর থেকে তিনি তাঁর অবস্থান স্পষ্ট করতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু তেমন কিছু শোনা গেল না তাঁর বক্তব্য থেকে। এরইমধ্যে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর মন বোঝার চেষ্টা শুরু হয়েছে। দলের শীর্ষ নেতারা আলোচনা শুরু করেছেন বলে খবর। একাধিক তৃণমূল নেতা এর আগে বলেছেন, শুভেন্দু দলেই রয়েছেন।