মালদা: মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃত ৫ জন শ্রমিক। আজ সকালে কারখানার মেশিন থেকে আচমকা বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। বিস্ফোরণে আরও ৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক বিভাগের প্রতিনিধিরা। সকাল ১১ টা নাগাদ এই ঘটনা ঘটে বলে খবর।
বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আগুন নেভাতে ও উদ্ধারের কাজ চালাতে ছুটে যায় দমকলও। ঘটনার তদন্ত চলছে বলে খবর।
সুজাপুর বিস্ফোরণে নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য এবং আহতদের জন্যেও সাহায্য ঘোষণা রাজ্য সরকারের।
ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। মালদার সুজাপুর বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের দাবি তুললেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু।রাজ্যের হাতেও একাধিক তদন্তকারী সংস্থা আছে, পাল্টা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।জানা গেছে, ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জেলাশাসক এবং পুলিশ সুপার যুগ্মভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিহত ও আহতরা প্রাপ্য ক্ষতিপূরণ আজ সন্ধ্যার মধ্যেই যাতে পান, সেই ব্যবস্থা করা হবে। নিহতের পরিবাররা দু'লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Malda Explosion:মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃত ৫ জন শ্রমিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Nov 2020 04:08 PM (IST)
মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃত ৫ জন শ্রমিক। আজ সকালে কারখানার মেশিন থেকে আচমকা বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে খবর।
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -