বসন্তোৎসবে অশ্লীলতা, তদন্ত কমিটি কলকাতা পুলিশের, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে ইস্তফা প্রত্যাহার রবীন্দ্রভারতীয় উপাচার্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2020 04:13 PM (IST)
সাইবার অফিসারদের নিয়ে তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুলিশ। বিতর্কিত ও ভাইরাল হয়ে পড়া ফুটেজ পরীক্ষা করে দেখবেন তাঁরা।
কলকাতা: বসন্তোৎসবে একদন পড়ুয়ার অশ্লীলতার পর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর সেই ইস্তফাপত্র প্রত্যাহার করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসবের ভাইরাল ভিডিও বিতর্কে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। সাইবার অফিসারদের নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা পুলিশ। বিতর্কিত ও ভাইরাল হয়ে পড়া ফুটেজ পরীক্ষা করে দেখবেন তাঁরা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসব উপলক্ষে কয়েকজন তরুণ-তরুণীকে বুকে-পিঠে রং দিয়ে আপত্তিজনক শব্দ লিখে নাচতে দেখা যায়। কয়েকজনকে রবীন্দ্রসঙ্গীত বিকৃতভাবে গাইতেও দেখা যায়। যে গানের প্রায় প্রত্যেক লাইনে ছিল অশ্লীল শব্দ। সেই ছবি ও ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। সিঁথি থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার জেরে ইস্তফা দেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। যা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, প্রতিবাদ জানাতেই এই পদত্যাগ। সুব্রত বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রতিবাদ জানাতেই পদত্যাগ উপাচার্যের।' পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান যে, উপাচার্যের পদত্যাগ গৃহীত হয়নি। সামাজিক অবক্ষয়ের দায় উপাচার্য নিতে পারেন না। পার্থ জানান, উপাচার্য কাজ চালিয়ে যাবেন বলে সম্মত হয়েছেন। বিকেলের দিকে উপাচার্যের সঙ্গে কথা হয় শিক্ষামন্ত্রীর। তারপরই ইস্তফাপত্র প্রত্যাহার করে নেন উপাচার্য। জানা গিয়েছে, পার্থ উপাচার্যকে বলেন, ‘এই রোগের দায়িত্ব আপনি একা নেবেন কেন? কাজ চালিয়ে যান। বহিরাগতদের আটকাতে পদক্ষেপ করুন। বাকিটা প্রশাসন দেখবে।’ শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরই সিদ্ধান্ত বদল উপাচার্যের।