কলকাতা : আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন (Local Train)। রেলের তরফে জানানো হয়েছে, প্রান্তিক স্টেশনগুলি থেকে সন্ধে ৭টায় শেষ ট্রেন ছাড়বে। ৭টার পর আরও কোনও লোকাল ছাড়বে না। পাশাপাশি, রেলের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট সময়সূচি মেনেই ট্রেন চালানো হবে। তবে সন্ধে ৭টার পর স্টাফ স্পেশাল ছাড়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। 


এর পাশাপাশি, করোনা সংক্রমণ বাড়ায় মেট্রো রেলেও বাড়তি সতর্কতা। টোকেনের পরিবর্তে আজ থেকে ফের মেট্রোয় চালু হল স্মার্ট কার্ড। রাত ১০টা থেকে নিয়ন্ত্রণবিধি জারি হওয়ায় মেট্রোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রাত সাড়ে ৯টার পরিবর্তে আজ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।


আরও পড়ুন ; মহিলা সুরক্ষায় বাড়তি নজর, শিয়ালদা রাণাঘাট লালগোলা রুটে নতুন মেমু রেকের উদ্বোধন


রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের উপদেশ অনুযায়ী, সমস্ত লোকাল/সাবআর্বানস/ইএমইউ ট্রেন পরিষেবা দেওয়া হবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। সন্ধে ৭টা পর্যন্ত বিভিন্ন স্টেশন থেকে এই পরিষেবা জারি থাকবহে। কিন্তু, সন্ধে ৭টার পর আরও কোনও লোকাল ছাড়বে না। এই নির্দেশিকা রাজ্যে ১৫ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে। তবে, অন্যান্য কোচিং ট্রেন/মেল-এক্সপ্রেস-ট্রেন/দূরের প্যাসেঞ্জার ট্রেন/পার্সেল ট্রেন এবং ফ্রেইট ট্রেন নির্ধারিত সময় অনুযায়ীই ছাড়বে। 


এই পরিস্থিতিতে যাত্রীদের কোভিড প্রোটেকল (Covid Protocol) মেনে চলার অনুরোধ করা হয়েছে রেলের তরফে। এর পাশাপাশি যাতে মাস্ক পরা, শারীরিক দূরত্ব-বিধি মেনে চলা হয়, তাও দেখতে বলা হয়েছে। 


এদিকে খড়গপুরে মাস্ক ছাড়াই দেখা যায় রেলপুলিশকে। পাশাপাশি চোখে পড়ে বিধিভঙ্গের ছবি। কামরায় ভিড় ছিল। উধাও দূরত্ববিধি। মাস্ক ছাড়া ট্রেনে উঠেছে কোনও কোনও যাত্রী। দেখা পাওয়া যায়নি আরপিএফ (RPF), জিআরপিএফের। এই পরিস্থিতিতে পূর্ব রেলের হাসপাতালের ২১জন চিকিৎসক করোনা আক্রান্ত। বিআর সিংহ হাসপাতালের প্যারা মেডিক্যাল কর্মী সংক্রমিত। বিআর সিংহ, আসানসোল, হাওড়া, মালদা হাসপাতাল। পূর্ব রেলের ১২০ জন কর্মী এখনও পর্যন্ত করোনা পজিটিভ বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত পরিষেবা বিঘ্ন হওয়ার পরিস্থিতি নেই, দাবি রেলের।