ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি: ফলাফল প্রকাশের পর থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। খাস কলকাতা সহ বীরভূমের একাধিক জায়গায় বিজেপি কর্মীদের উপর তৃণমূল হামলা চালাচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে নিয়ে এর মধ্যেই দায়ের হওয়া মামলার ভিত্তিতে রাজ্য কড়া ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। প্রয়োজন হলে পাঁচ বছর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। এর মাঝেই জানা গেল বীরভূমে তৃণমূল কর্মীদের আক্রমণে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপি নেতার বাবা ও ভাই। তাঁদের বাড়িতে আক্রমণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও তার সত্যতা বিচার করা হয়নি এবিপি লাইভের পক্ষ থেকে।


আরও পড়ুন: Lok Sabha Election 2024: সন্দেশখালিতে লাঠি-ইট হাতে রাস্তায় গ্রামবাসীরা!কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ!


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুবরাজপুরের সদাইপুর থানার সাহাপুর গ্রামে বিজেপি নেতা দেবব্রত ঘোষের বাড়ি আক্রমণ করে তৃণমূলের লোকজন।  বিজয় মিছিল করে আসার  সময় এই আক্রমণের ঘটনা ঘটে বলে অভিযোগ।  দেবব্রতকে বাড়িতে না পেয়ে তাঁর বাবা নির্মল ঘোষ এবং  ভাই সুব্রত ঘোষকে ইট দিয়ে মারধর করা হয়। নির্মলবাবুর সামনের দাঁত ভেঙে দেওয়া হয় ও তাঁর নাক ফাটিয়ে দেওয়া হয়। একই ভাবে সুব্রতর মাথায় এবং মুখে ইট দিয়ে মারা হয়। বর্তমানে দুজনেই গুরুত্বর আহত অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।


লোকসভা ভোটের ফল সামনে আসতেই বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যার তার জন্য বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা এবং বীরভূম কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য বৃহস্পতিবার জেলাশাসকের সঙ্গে দেখা করেন। অবিলম্বে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা আটকানোর জন্য এবং এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।


প্রসঙ্গত উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় কোচবিহার থেকে কলকাতা। বিভিন্ন জায়গায় ঘরছাড়া হয়েছেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার মাহেশ্বরী ভবনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করার পর এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sukanta Attacks TMC: চুপ করে বসে থাকবে না, দলীয় কর্মীদের উপর হামলায় প্রত্যুত্তরের হুঁশিয়ারি সুকান্তর