অভিজিত্ চৌধুরী,মালদা: কুমারী পুজোর জন্য শিশুকে বেছে নেওয়া হয়েছিল ৫-৬ মাস আগেই! সেই মতো চলছিল প্রশিক্ষণও! কিন্তু বাদ সাধল করোনা!
করোনা আক্রান্ত কুমারী পুজোর জন্য চিহ্নিত শিশু। সংক্রমণ ধরা পড়েছে তার মা-বাবার শরীরেও।তার জেরেই এবছর অষ্টমীর দিন কুমারী বাতিল করা হল মালদা রামকৃষ্ণ মিশনে। মালদা রামকৃষ্ণ মিশন সহকারি অধ্যক্ষ দ্বিজেন্দ্রানন্দ মহারাজ এ কথা জানিয়েছেন।
৫০ বছরেরও বেশি সময় ধরে কুমারী পুজো হয়ে আসছে মালদার রামকৃষ্ণ মিশনে। কুমারী পুজো না হলেও, কঠোরভাবে কোভিডবিধি হচ্ছে দুর্গাপুজো। ইতিমধ্যেই মিশনের অধ্যক্ষ মহারাজ ত্যাগরুপানন্দ এবং দু’জন কর্মী করোনা পজিটিভ হয়েছেন।
করোনা আক্রান্ত চিহ্নিত শিশু, মালদা রামকৃষ্ণ মিশনে বাতিল কুমারী পুজো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2020 07:33 PM (IST)
কুমারী পুজোর জন্য শিশুকে বেছে নেওয়া হয়েছিল ৫-৬ মাস আগেই! সেই মতো চলছিল প্রশিক্ষণও! কিন্তু বাদ সাধল করোনা!
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -