বানারহাট: ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের গ্রামে ঢুকতে বাধা গ্রামবাসীদের। কোয়ারেন্টিন সেন্টারের অভাবে খোলা আকাশের নীচে রাত কাটাতে বাধ্য হলেন শ্রমিকরা। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও উঠল। জলপাইগুড়ির বানারহাটের ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও।


তামিলনাড়ু থেকে জলপাইগুড়ির বানারহাটের নাথুয়া গ্রামে ফেরেন ৭ পরিযায়ী শ্রমিক। তাঁদের অভিযোগ, গ্রামবাসীরা গ্রামে ঢুকতে বাধা দেন। প্রশাসনের তরফেও কোনও কোয়ারেন্টিন সেন্টারের ব্যবস্থা করা হয়নি। সেই কারণে খোলা আকাশের নীচে রাত কাটিয়েছেন ওই পরিযায়ী শ্রমিকরা।

জেলাশাসক অভিষেক তিওয়ারি জানিয়েছেন, নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সম্ভবত নাম নথিভুক্ত না করিয়েই, নিজেদের উদ্যোগে গ্রামে ফেরেন ওই শ্রমিকরা। সেই কারণেই এই ঘটনা। দ্রুত ওই শ্রমিকদের কোয়ারেন্টিন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।