দুর্গাপুর: দুর্গাপুরের কাঁকসায় পরিযায়ী শ্রমিকদের গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিকদের গ্রামের বাইরে পরিত্যক্ত ঘরে আশ্রয় নিতে হল।
বেঙ্গালুরু থেকে গতকাল মলানদিঘির রক্ষিতপুর গ্রামে ফেরেন ১০ জন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, প্রশাসনের তরফে ওই শ্রমিকদের হোম কোয়ারেন্টিনে থাকার কথা বলা হলেও, গ্রামে ঢুকতে বাধা দেন গ্রামবাসীরা। বিপাকে পড়তে হয় ওই শ্রমিকদের।
বাধ্য হয়ে গ্রামের বাইরে একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন ওই শ্রমিকরা। পরিবারের সদস্যরা খাবার দিতে এলেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। তৃণমূল পরিচালিত মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনে ওই শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। গ্রামবাসীদের আপত্তির বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন।
কাঁকসায় ১০ পরিযায়ী শ্রমিকের ঠাঁই হল গ্রামের বাইরে পরিত্যক্ত ঘরে, খাবার দিতে গিয়েও বাধার মুখে পড়ার অভিযোগ পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2020 05:33 PM (IST)
বেঙ্গালুরু থেকে গতকাল মলানদিঘির রক্ষিতপুর গ্রামে ফেরেন ১০ জন পরিযায়ী শ্রমিক।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -