পুরুলিয়া: করোনা, ডেঙ্গির রক্তচক্ষুর মাঝেই এনসেফ্যালাইটিসের থাবা, মৃত্যু বালকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2020 09:27 PM (IST)
করোনা, ডেঙ্গির রক্তচক্ষুর মাঝেই এবার প্রাণঘাতী এনসেফ্যালাইটিসের থাবা। মৃত্যু হল পুরুলিয়ার ৯ বছরের বালকের।তবে, অসুস্থ বালককে প্রথমেই নিয়ে যাওয়া হয়নি চিকিত্সরকের কাছে।
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: করোনা, ডেঙ্গির রক্তচক্ষুর মাঝেই এবার প্রাণঘাতী এনসেফ্যালাইটিসের থাবা। মৃত্যু হল পুরুলিয়ার ৯ বছরের বালকের।তবে, অসুস্থ বালককে প্রথমেই নিয়ে যাওয়া হয়নি চিকিত্সরকের কাছে।বদলে, ওঝা, গুণিনের কাছে চলে ঝাড়ফুঁক!শেষমেষ যখন চিকিত্সককের কাছে নিয়ে যায় পরিবার, তখন অনেক দেরি হয়ে গেছে। সঠিক সময় চিকিত্সাক পেলে হয়ত, অসময়ে চলে যেতে হত না ফুটফুটে ছেলেটিকে। মৃতের নাম বিষ্ণু শিকারি। বাড়ি পুরুলিয়ার বাঘমুন্ডির বারেরিয়া গ্রামে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে পুরুলিয়ার বলরামপুরের বেরসা গ্রামে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল সে।সেখানে গিয়ে ধূম জ্বর আসে। ওঝার কাছে নিয়ে গিয়ে চলে ঝাড়ফুঁক।কিন্তু, কাজ না হওয়ায় ভর্তি করা হয় দেবেন মাহাতো সদর হাসপাতালে। বুধবার সেখানেই মৃত্যু। চিকিত্সকরা জানিয়েছেন, এনসেফ্যালাইটিসেই মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এনসেফ্যালাইটিসের উপসর্গ রয়েছে মৃতের ভাইয়েরও। তাঁও অবস্থা আশঙ্কাজনক। ভর্তি হাসপাতালে। বৃহস্পতিবারই বলরামপুরের বেরসা গ্রামে যান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামবাসীদের মশারি বিতরণ করা হবে।