রঞ্চিত সাউ, কলকাতা: গভীর রাত নয়, সন্ধেতেও শহরের রাস্তায় মত্ত যুবকদের হাত থেকে রেহাই নেই ছাত্রীর। ছাত্রীর সম্ভ্রম বাঁচাতে গিয়ে অভিযুক্তদের হাতে প্রহৃত প্রতিবেশী যুবক।
ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ওই ঘটনাটি ঘটেছে বিধাননগর দক্ষিণ থানার সুকান্ত নগরের ছয়নাভি এলাকায়।
পুলিশ সূত্রে দাবি, বানতলার বাসিন্দা, দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী টিউশনি সেরে ফেরার পথে ছয়নাভি এলাকায় এসেছিলেন। অভিযোগ, রাস্তায় দুই মত্ত যুবক তাঁর উদ্দেশে প্রথমে অশালীন মন্তব্য করে। তারপর ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ছাত্রীর প্রতিবেশী এক যুবক ওই সময় ওই জায়গায় ছিলেন।তিনি বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়।
মঙ্গলবার বিকেলে ছয়নাভি এলাকা থেকে পুলিশ অভিযুক্ত দুই যুবক টোটন সর্দার ও পরেশ সর্দারকে গ্রেফতার করে।
সুকান্ত নগরের ছয়নাভিতে ছাত্রীর ‘শ্লীলতাহানি’ , বাঁচাতে গিয়ে প্রহৃত প্রতিবেশী যুবক,ধৃত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 11:31 PM (IST)
গভীর রাত নয়, সন্ধেতেও শহরের রাস্তায় মত্ত যুবকদের হাত থেকে রেহাই নেই ছাত্রীর। ছাত্রীর সম্ভ্রম বাঁচাতে গিয়ে অভিযুক্তদের হাতে প্রহৃত প্রতিবেশী যুবক।
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -