সুন্দরবনে নৌকায় ঝাঁপিয়ে পড়ল বাঘ, তুলে নিয়ে গেল মত্স্যজীবীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Sep 2020 09:39 PM (IST)
নদীতে নামার আগেই ঝিলার জঙ্গলে নৌকায় লাফিয়ে পড়ে একটি বাঘ। এক ভাইকে টেনে নিয়ে চলে যায়। আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন বন দফতরের কর্মীরা।
দক্ষিণ ২৪ পরগনা: ফের সুন্দরবনে মত্স্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ। আজ সকালে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি গ্রামের বাসিন্দা দুই ভাই মাছ ধরতে যান। নদীতে নামার আগেই ঝিলার জঙ্গলে নৌকায় লাফিয়ে পড়ে একটি বাঘ। এক ভাইকে টেনে নিয়ে চলে যায়। আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন বন দফতরের কর্মীরা। জানা গেছে, বাঘ নৌকায় অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তুলে নিয়ে যায় বছর ৩২-এর হরিপদ মণ্ডলকে। নৌকায় দুই ভাই ছাড়াও ছিলেন আরও দুই জন। বাকিরা সঙ্গে সঙ্গে বাঘের পিছু ধাওয়া করে। কিন্তু জঙ্গলে মিলিয়ে যায় বাঘ। তাঁরা গ্রামে ফিরে এসে ঘটনার কথা জানান। এরপর স্থানীয়রা থানায় ও বন দফতরে ঘটনার কথা জানান। পুলিশ ও বন দফতর তল্লাশি শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজের কোনও সন্ধান পাওয়া যায়নি।