সুজিত মণ্ডল, নদিয়া: কল্যাণী AIIMS-এ একটি অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। বহিরাগতদের বদলে স্থানীয়দের চাকরির দাবিতে মন্ত্রীর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে কয়েকজনকে আটক করল পুলিশ। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
চাকরির দাবিতে আন্দোলনের জেরে অশান্ত হাসপাতাল চত্বর। হাসপাতালের গেটে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান-বিক্ষোভ। বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষী ও কর্মীদের সঙ্গে আঙুল উঁচিয়ে বচসা। পরে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ঘিরে কাতর আর্তি ছিল চাকরিপ্রার্থীদের।পরিস্থিতি সামলাতে কয়েকজনকে আটক করল পুলিশ।
বৃহস্পতিবার এই ছবি দেখা গেল নদিয়ার কল্যাণী AIIMS হাসপাতাল চত্বরে। আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয়দের বদলে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে। তাঁদের অভিযোগে চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা দেখা যাচ্ছে না।
আন্দোলনকারীদের একজন অভিজিৎ সরকার বলেন, ''স্থানীয়দের AIIMS-এ কাজ দিতে হবে। এই জন্যেই আন্দোলন। আমরা মন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি জানাতে চাই। কিন্তু আমাদের বাধা দেওয়া হচ্ছে।''
এদিন AIIMS-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। হাসপাতালের অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।
পরিস্থিতি সামলাতে কয়েকজনকে আটক করে পুলিশ। আরেক আন্দোলনকারী বলেন, ''আমাদের সঙ্গে মন্ত্রীর কথা বলতে দেওয়া হয়নি। উল্টে আমাদের পুলিশ আটক করছে।''
চাকরির দাবিতে কল্যাণী AIIMS আন্দোলন। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, ''বিষয়টি খুবই নিন্দনীয়। আমি বিষয়টি শুনেছি। খতিয়ে দেখছি। তারপর বলতে পারব।''
এই নিয়ে কল্যাণী AIIMS কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।
নির্দেশিকা প্রত্যারহার
ডাক্তার (Doctor), নার্স (Nurse) ও স্বাস্থ্যকর্মীরা রোস্টার মেনে ডিউটি করছেন কিনা, তা দেখবেন SDO, BDO-রা। মুর্শিদাবাদ (Murshidabad) জেলা প্রশাসনের এই নির্দেশিকা ঘিরেই চিকিত্সকদের (Doctor) মধ্যে তৈরি হয় ক্ষোভ। বিতর্কের ২৪ ঘণ্টার মধ্যেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করল জেলা প্রশাসন।
কী ঘটেছে?
ডাক্তারদের হাজিরা দেখবেন আমলারা? মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসকের নির্দেশিকা ঘিরেই তৈরি হয় বিতর্ক। যার জেরে, ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হল নির্দেশিকা। বুধবার, মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে এসডিও, বিডিও-দের জেলার সব হাসপাতাল নিয়মিত পরিদর্শন করে, রিপোর্ট দিতে বলা হয়।