বিশ্বজিৎ দাস, খড়গপুর:পারিবারিক জমি বিবাদের (land dispute) জেরে খুন হতে হল এক ব্যক্তিকে (Kharagpur Murder)। ঘটনাটি ঘটেছে খড়গপুরের এক নম্বর ব্লকের হরিয়াতারা অঞ্চলের পোড়াডিহা গ্রামের নেতাজি চকে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটা নাগাদ পোড়াডিহা গ্রামের নেতাজি চকে বাড়ি ফেরার সময় খুন হতে হয় ওই ব্যক্তিকে। বিষয়টির কথা জানাজানি হতেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম উমাশঙ্কর মাহাতো। তাঁর বাড়ি খড়গপুর এক নম্বর ব্লকের করিয়াশোল গ্রামে।


আরও পড়ুন: RG Kar: তিলোত্তমার নামেই সোদপুর মোড়ের নামকরণের দাবি SFI-এর, সম্মতি জানিয়ে সই বাবা-মায়ের


এপ্রসঙ্গে মৃতের ভাই কনক মাহাতো বলেন, শনিবার সন্ধ্যায় ডিউটি থেকে ফিরছিলাম। পোরাডিহা বাজারে দাদার দোকানের সামনে এসে দেখি ভিতরে তিনটি ছেলের সঙ্গে দাদার ধস্তাধস্তি চলছে। বিষয়টি দেখে দাদাকে বাঁচাতে দোকানে ঢুকতেই দুষ্কৃতীরা আমার ওপরেও ঝাঁপিয়ে পড়ে। দাদার গলা এবং পেটে ধারালো অস্ত্র দিয়ে ওরা আঘাত করেছিল। এর ফলে প্রচুর রক্ত বেরিয়ে যায়।পরে খবর পেয়ে পুলিশ এসে দাদাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


কনক মাহাতোর আরও অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে আমাদের আত্মীয় রাজু মাহাতো দাদাকে খুন করেছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও এখন পলাতক উমাশঙ্কর মাহাতোকে খুনের ঘটনার তিন অভিযুক্ত। বর্তমানে জমি নিয়ে রাজু মাহাতোর সঙ্গে উমাশঙ্কর মাহাতোর কী বিবাদ চলছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে অবিলম্বে এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করার জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টিকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এখনও অভিযুক্তরা কেন গ্রেফতার হয়নি কথা উঠেছে তা নিয়েও। এখন দেখার পুলিশ কত তাড়াতাড়ি দুষ্কৃতীদের গ্রেফতার করতে সমর্থ হয়। পরিবারের অভিযোগের তীর যে রাজু মাহাতোর বিরুদ্ধে তাঁর ক্ষেত্রেও বা কী ব্যবস্থা নেয় প্রশাসন?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: West Bengal Weather Updates: অবাধ উত্তুরে হাওয়া, আরও নামল পারদ, পুরোদস্তুর শীতের আগমন কবে? জানাল আবহাওয়া দফতর