সুনীত হালদার, হাওড়া: এবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল কংগ্রেস বিধায়কের (TMC MLA) গাড়ি (Howrah Car Accident)। প্রাথমিকভাবে জানা গেছে, ভয়াবহ দুর্ঘটনার কবলে ওই গাড়িতে পাঁচ জন যাত্রী থাকলে ভাগ্যক্রমে ছিলেন না বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা ছিলেন না। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভয়ানক দুর্ঘটনার ফলে দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে জখম আরও তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িটি চালাচ্ছিলেন তাঁর মহম্মদ মোস্তাক খান(২৫)। কলকাতার ওয়াটগঞ্জের বাসিন্দা মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় এসেছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: Tab Scam : সাইবার ক্যাফের আড়ালেই কি 'ট্যাবে'র টাকা হাতানোর ছক? এপিসেন্টার উত্তরবঙ্গ?


সূত্রের খবর, তৃণমূল বিধায়কের গাড়িটি রাস্তায় দাঁড়ানো ট্রেলারকে প্রচণ্ড গতি এসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে গাড়ির বেশ কিছুটা সামনের অংশ ট্রেলারের পেছনে আটকে যায় এবং গাড়ির মূল অংশটি সামনের দিকে ছিটকে পড়ে। যাত্রীরা আটকে পড়েন দোমড়ানো মোচড়ানো গাড়ির মধ্যে। 


দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে হাজির হয় শিবপুর থানার পুলিশ। তারপর তড়িঘড়ি জখমদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গাড়ি দুর্ঘটনায় জখম দুজনের মৃত্যু ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থ ছুটে আসেন মৃত ও জখমদের পরিবারের লোকজন। হাওড়া হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁদের। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। দুর্ঘটনাস্থলের সিসিটিভি খতিয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে। এর জন্য কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ পুলিশ ও প্রশাসনকে দায়ী করলেই। বেশিরভাগ ক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালানোর জন্য দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে মতামত পুলিশের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Howrah News: ছাত্রী মাত্র ৫ জন, শিক্ষিকা ১৫ জন ; অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে প্রায় শতাব্দী-প্রাচীন নামী এই স্কুল !