কলকাতা: ভোটকুশলী প্রশান্ত কিশোরকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে রাজ্য। পুলিশ ও প্রশাসনিক সূত্রে খবর, গত ২ ফেব্রুয়ারি এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শাসক দলের মাটি হারানোর ইঙ্গিত ও বিজেপির উত্থান – পরিস্থিতি দ্রুত সামাল দিতে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছিল তৃণমূল কংগ্রেস। দায়িত্ব নিয়ে দলের নেতা-মন্ত্রীদের জনসংযোগ বাড়াতে একাধিক উদ্যোগ নেন প্রশান্ত। তবে সবচেয়ে নজর কাড়েন ‘দিদিকে বলো’ কর্মসূচি ঘিরে। যেখানে নিজেদের অভাব-অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাতে পারছেন বাংলার মানুষ। ব্যাপক সাড়াও পায় এই কর্মসূচি। বিধানসভা উপনির্বাচন-সহ সাম্প্রতিক কয়েকটি ভোটে রাজ্যে হৃত জমি পুনরুদ্ধারের ইঙ্গিত দেখিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অনেকেই এর নেপথ্যে প্রশান্তকেই কৃতিত্ব দিচ্ছেন।
পুলিশ সূত্রে খবর, এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে প্রশান্তকে। রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের আশঙ্কা, বিরোধীদের টার্গেট হতে পারেন প্রশান্ত কিশোর। তাঁর ওপর হামলার আশঙ্কাও রয়েছে। সেই জন্যই নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ভোটকুশলী প্রশান্ত কিশোরকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেবে রাজ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2020 05:48 PM (IST)
পুলিশ ও প্রশাসনিক সূত্রে খবর, গত ২ ফেব্রুয়ারি এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -