চণ্ডীতলা: হুগলির চণ্ডীতলায় পথ দুর্ঘটনা। বারাসাতের তৃণমূল নেতা তথা পুর পারিষদ প্রদ্যোৎ ভট্টাচার্য ও তাঁর ভাইয়ের মৃত্যু।
স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধেয় অহল্যা বাই রোড ধরে তৃণমূল কাউন্সিলরের গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা মারে। গতি এতটাই বেশি ছিল যে, গাড়িটি দুমড়ে-মুচড়ে ট্রাক্টরের ভিতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সামনের আসনে বসা তৃণমূল কাউন্সিলর তথা পুর পারিষদের।
পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর ভাইকে মৃত ঘোষণা করা হয়। গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক।
হুগলির চণ্ডীতলায় পথ দুর্ঘটনায় মৃত্যু বারাসাতের তৃণমূল নেতা তথা পুর পারিষদ প্রদ্যোৎ ভট্টাচার্য ও তাঁর ভাইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Feb 2020 11:24 PM (IST)
গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক।
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -