ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের (Birbhum) মহম্মদবাজারের হাবড়া পাহাড়ি গ্রামে পাথর খাদান কর্মীর পর এবার মৃত্যু হল গুলিবিদ্ধ শিক্ষকের (Shootout)। মৃতের নাম ধনা হাঁসদা। অভিযোগ, সোমবার, বাড়ির সামনেই প্রাথমিক স্কুলের ওই শিক্ষক ও তাঁর বন্ধু পাথর খাদানের শ্রমিক ধানু শেখকে গুলি করে এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় খাদান শ্রমিকের। গুলিবিদ্ধ শিক্ষককে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করার পর, গতকাল তাঁরও মৃত্যু হয়। অভিযুক্ত পলাতক।জোড়া খুনের কারণ এখনও স্পষ্ট নয়। 


ঠিক কী হয়েছিল: গত ৫ ডিসেম্বর বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে শ্যুটআউট (Shootout)। পাথর খাদানের এক কর্মীকে গুলি করে খুন করা হয়। গুলিতে আহত হয়েছেন এক প্রাথমিক স্কুলের শিক্ষকও। পুলিশ সূত্রে খবর, এদিন রাত ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে। পাথর খাদানের শ্রমিক ধানু শেখ এবং ওই শিক্ষক ধনা হাঁসদা একই জায়গায় বসে ছিলেন। সেই সময় একজন সাইকেলে এসে খুব কাছ থেকে পরপর গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় খাদান শ্রমিকের। প্রাথমিক শিক্ষককে সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পিছনে পাথর খাদান নিয়ে গোলমাল, নাকি পারিবারিক বিবাদ, তা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।


পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউট! গুলি করে এক পাথর খাদান শ্রমিককে খুন! গুলিবিদ্ধ এক প্রাথমিক শিক্ষকও। সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে বীরভূমের মহম্মদবাজারের হাবড়া পাহাড়ি গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন স্থানীয় বাসিন্দা ও প্রাথমিক স্কুলের শিক্ষক ধনা হাঁসদা এবং ধানু শেখ নামে এক পাথর খাদানের শ্রমিক। সেইসময় সাইকেলে চেপে আসা এক যুবক দু’জনকে লক্ষ্য করে গুলি চালায়। 


ঘটনাস্থলেই মৃত্যু ১ জনের: মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা পাথর খাদান শ্রমিকের। তাঁর বুকে গুলি লাগে। কোমরে গুলি লেগে গুরুতর জখম হন, প্রাথমিক স্কুলের শিক্ষক ধনা হাঁসদা। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। কিন্তু কী কারণে গুলি চালাল সাইকেলে আসা ওই আততায়ী? তাহলে কি হামলাকারী আক্রান্তদের পূর্ব পরিচিত? 


বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন,গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সম্পর্কের টানাপোড়েন নিয়ে কোনও বিবাদের জেরেই ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনার পর থেকেই চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ঘটনার পর সাইকেল, মাফলার ও হাতে থাকা টর্চ ফেলে পালায় আততায়ী। ইতিমধ্যেই পুলিশ সেগুলি উদ্ধার করেছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।