সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: গ্রামের সর্বত্র দাপাদাপি একা হনুমানের (Monkey)। এই বাড়ির ছাদে, তো পর ক্ষণেই গাছের ডালে, কখনও আবার রাস্তাঘাটে, বাড়ি থেকে বেরোলেই সামনে পড়তে হচ্ছে। তার জেরে আতঙ্ক ছড়াল পুরুলিয়ার (Purulia Village) গ্রামে। আতঙ্কে কার্যতই গৃহবন্দি হয়ে রয়েছেন সেখানকার মানুষ জন। বন দফতরকে (Forest Department) খবর দিলেও, ওই একা হনুমানকে বাগে আনতে তারাও ব্যর্থ বলে জানা গিয়েছে। 


পুরুলিয়ার গ্রামে হনুমানের উপদ্রবে গৃহবন্দি মানুষ


পুরুলিয়ার (Purulia News) ২ নম্বর ব্লকের দুমদুমি এলাকার ঘটনা। বিগত সাত দিনেরও বেশি সময় ধরে ওই এলাকায় কার্যত তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে এক হনুমান। তাতে আতঙ্কে গৃহবন্দি হয়ে রয়েছেন গ্রামের মানুষ জন। হনুমানের উপদ্রবে অতিষ্ঠ হয়ে বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন এলাকার বাসিন্দারা। কিন্তু বন দফতরের লোকজন এসেও ওই হনুমানকে বাগে আনতে পারেননি বলে দাবি স্থানীয়দের। 


আরও পড়ুন: Uttarpara News: আচমকা গায়ে এসে পড়ল সবুজ তরল, চিৎকার করতেই ছুট দুষ্কৃতীর, উত্তরপাড়ায় যুবতীর উপর অ্যাসিড হামলা!


গ্রামবাসীদের দাবি, ইতিমধ্যেই ওই হনুমানের আক্রমণের মুখে পড়ে গুরুতর আহত হয়েছেন গ্রামের এক বাসিন্দা। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে। তাতেই আতঙ্ক আরও চেপে বসেছে। কিছুতেই হনুমান আতঙ্ক পিছু ছাড়ছে না। তাতে বাড়ি থেকে বেরনোই বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীদের একাংশ। 


একা হনুমানকে বাগে আনতে ব্যর্থ বন দফতরও


এ নিয়ে যোগাযোগ করা হল, বন দফতরের পাড়া রেঞ্জের রেঞ্জার বিক্রম চক্রবর্তী জানান, হনুমানটিকে বাগে আনতে সবরকমের চেষ্টা চালানো হয়েছিল। তার গতিবিধির উপরও লাগাতার নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত হনুমানটিকে কাবু করা না গেলেও, আগামী দিনে আরও তৎপরতার সঙ্গে হনুমানটিকে ধরার চেষ্টা চলবে বলে জানিয়েছেন তিনি। 


আলিপুর চিড়িয়াখানায় জন্মদিন পালন হল শিম্পাঞ্জি বাবুর


এ দিকে, কলকাতার আলিপুর চিড়িয়াখানায় মঙ্গলবার ছিল উৎসবের আমেজ। আজ ৩২ বছরে পা রেখেছে বাবু, চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় শিম্পা়ঞ্জি। আর তার খাঁচার সামনে মানুষের ভিড় জমল। ছিল তারকাদ্যুতিও। হাজির হয়েছিলেন সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, মীর আফসর আলি (Mir Afsar Ali) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।  সোশ্যাল মিডিয়ায় বাবুর কীর্তিকলাপের ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন মীর।