সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ, পুরুলিয়া: মোরগ-লড়াইয়ে মর্মান্তিক পরিণতি। মোরগের পায়ে লাগানো ব্লেডের আঘাতে প্রাণ গেল মালিকেরই। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে পুরুলিয়ার হুড়ায়। মৃতের নাম অসীম মাহাতো। বাড়ি পুরুলিয়ার কাশীপুরের রুদ্রাগ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বৃহস্পতিবার হুড়া গ্রামে মোরগ লড়াই চলছিল। সেখানে নিজের মোরগ নিয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সী অসীম। লড়াইয়ে বিপক্ষের মোরগকে ধরাশায়ী করে অসীমের মোরগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপর দুটি মোরগ নিয়ে ময়দান ছাড়ছিলেন অসীম। তখনই পাশ থেকে অন্য একটি মোরগ অসীমের হাতে থাকা মোরগের দিকে তেড়ে যায়।সেই মোরগের পায়ে লাগানো ব্লেডের আঘাতে, অসীমের হাঁটুর পিছনের শিরা কেটে যায়।তড়িঘড়ি তাঁকে হুড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিত্সাডর পর রেফার করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। সেখানেই নিয়ে গেলেও অসীমকে প্রাণে বাঁচানো যায়নি। চিকিত্সলকদের অনুমান,মোরগের পায়ের ব্লেডে বিষাক্ত কিছু ছিল। তা থেকেই যুবকের রক্তে সংক্রমণ ছড়িয়ে যায়। সেজন্যই তাঁকে আর বাঁচানো যায়নি।