কলকাতা: দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর সংঘাতের জেরে আরও জটিল হল পরিস্থিতি। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতির পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে দলীয় সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করলেন সৌমিত্র। বিজেপির যুব মোর্চার যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌমিত্র লিখেছেন, ‘শুভ মহাষ্টমী। সকলে ভাল থাকবেন। আপনাদের খুবই সহযোগিতা পেয়েছি। আমি চাই বিজেপিকে সরকারে আনতেই হবে। তাই হয়ত আমার অনেক ভুল ছিল যাতে দলের ক্ষতি হচ্ছিল। তাই আমি ইস্তফা দেব আর সকলে ভাল থাকবেন। যুব মোর্চা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ’।
গতকালই সৌমিত্রর তৈরি করা যুব মোর্চার জেলা কমিটিগুলি ভেঙে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ সৌমিত্রর। তবে বিজেপি সূত্রে খবর, বিষ্ণুপুরের সাংসদের সঙ্গে দলীয় নেতৃত্ব ইতিমধ্যেই যোগাযোগ করেছে। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে, পুজোর পর আলোচনায় বসে একটা গ্রহণযোগ্য সমাধানসূত্র বের করা হবে।
সৌমিত্রও জানিয়েছেন, পুজোর পর দলীয় বিষয়ে মীমাংসা বৈঠক হবে। রাজ্য যুব মোর্চার সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ সম্পর্কে তিনি জানান, পুজোর পর এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তিনি।