বাচ্চু দাস, শিলিগুড়ি: একমাস ধরে জলহীন পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ই ব্লকের মোর বাজার এলাকা। বারবার পানীয় জলের (Siliguri Drinking Water Crisis) জন্য স্থানীয় এলাকার কাউন্সিলর বিমান তপাদারের দ্বারস্থ হয়েও লাভের লাভ কিছুই হয়নি।পুরসভা পানীয় জলের সঙ্কট মেটাতে জলের গাড়ি পাঠালেও তা পান করার অযোগ্য। রাস্তার অবস্থাও জরাজীর্ণ,সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করার জন্য বর্তমানে অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন রয়েছে। এমনই একাধিক সমস্যায় জর্জরিত মোর বাজার এলাকার বাসিন্দারা। তাই নিজেদের দাবি আদায়ের জন্য তাঁরা বেছে নেন আন্দোলনের পথ।


আরও পড়ুন: Asansol Water Crisis: তৃণমূল লিড না পাওয়ায় আসানসোলে জল বন্ধের অভিযোগ, পথ অবরোধ কুলটির বিজেপি বিধায়কের


পথ অবরোধ থেকে শুরু করে একাধিক আন্দোলন সংগঠিত করেন তাঁরা। অবশেষে তাঁদের সমস্যার সমাধানে এগিয়ে এলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। রবিবার সকালে পুরসভার জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত,জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে, ওই এলাকার কাউন্সিলর বিমান তপাদার সহ বাস্তুকারদের সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছান তিনি। তারপর সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 


আরও পড়ুন: Shalimar Chaos:পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদে তুমুল উত্তেজনা শালিমারে, ভাঙচুর-মারধরের অভিযোগ


এপ্রসঙ্গে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব জানান, খুব তাড়াতাড়ি পানীয় জল ও সেতুর সমস্যা মিটিয়ে দেওয়া হবে। বর্ষার জন্য স্থায়ী সেতু নির্মাণের কাজ কিছুটা বিঘ্নিত হলেও খুব দ্রুত সেতুর কাজ শেষ করা হবে। আপাতত চলাচলের জন্য একটি অস্থায়ী সেতু ফের নির্মাণ করা হবে। অন্যদিকে মেয়রের কথায় আশ্বস্ত হলেও সমস্যা নিয়ে বেশ ক্ষোভের সুর শোনা গেল স্থানীয়দের মধ্যে।


তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জল সহ একাধিক সমস্যায় জেরবার হচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। বারবার এলাকার কাউন্সিলার সহ পুরসভার কাছে আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি। বাধ্য হয়ে আন্দোলনের রাস্তায় হাঁটতে হয়েছে। আজ মেয়র এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। দেখা যাক এরপর কী হয়। সমস্যাগুলির সমাধান না হলে ফের আন্দোলনের রাস্তাতেই হাঁটতে হবে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।