কলকাতা : তীব্র দহনের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দক্ষিণবঙ্গবাসীর (South Bengal) মনে, কবে স্বস্তি মিলবে গরম থেকে ? বৃষ্টি কি হবে ? কিন্তু, উদ্বেগের এখনই অবসান হচ্ছে না। আরও ২-৩দিন একই ধরনের গরম থাকবে দক্ষিণবঙ্গে। এমনই জানাল আবহাওয়া দফতর (Weat Department)।


দারুণ দহনের মধ্যেই বাঁকুড়ায় নামমাত্র বৃষ্টি হয়েছে। তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যেই বাঁকুড়ায় মাত্র ৮ মিনিটের বৃষ্টি হয়েছে। বাঁকুড়ার মতোই বীরভূম ও দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কিন্তু, সামগ্রিকভাবে স্বস্তির বৃষ্টির এখনও অধরা। আরও ২-৩দিন একই ধরনের গরম থাকবে দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি থাকবে। তার পাশাপাশি বৃষ্টি শূন্য পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। আগামী রবিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। সেক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হবে। 


বুধবার বিকেলে হালকা হাওয়া, মেঘ উড়লেও কালবৈশাখীর দেখা মেলেনি। একটু গরম কমার আশায় শহরবাসী। তীব্র গরমে দক্ষিণবঙ্গের হাঁসফাঁস অবস্থা জারি। একটু বৃষ্টির জন্য যখন অপেক্ষায় শহরবাসী, তখন আরও কয়েকদিন এরকম পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 


গরমের কোপ-


তীব্র গরমে অসুস্থ হয়ে মঙ্গলবার তপসিয়ায় মৃত্যু হয় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। গরমে অসুস্থ হয়ে পূর্ব বর্ধমানের কালনাতেও এক ব্যক্তির মৃত্যু হয়। সকালে কালনা স্টেশনের পাশে একটি পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা। আচমকা মাথা ঘুরে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কালনা মহকুমা হাসপাতাল সূত্রে খবর, সম্ভবত প্রবল গরমেই মৃত্যু হয়েছে ব্যক্তির।


অন্যদিকে,পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। 


তীব্র তাপদাহে নাজেহাল পশু-পাখিরাও। ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে পশু পাখিদের দিকে বিশেষ নজর রেখেছে বন দফতর। ব্যবস্থা করা হয়েছে ছাউনির। জল দেওয়ার পরিমাণও আগের তুলনায় বাড়ানো হয়েছে।