কলকাতা: ঘাসের ডগায় শিশির আর কুয়াশা মোড়া ভোর।কুয়াশার চাদর সরতেই ঝলমলে রোদ্দুর।জানান দিচ্ছে, শীত আসছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পারদ নামার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম-মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে আটকে রয়েছে শীত। ঝঞ্ঝা কেটে গেলে, উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পারদ নামবে ২-৪ ডিগ্রি। তার প্রভাবে এ রাজ্যে ঢুকবে শীতল উত্তুরে হাওয়া। তার জেরেই আগামী সপ্তাহে তাপমাত্রা ফের নামার সম্ভাবনা। সপ্তাহান্তে কলকাতা সহ গোটা রাজ্যেই সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।