কলকাতা: প্রায় দু'মাস পর হাসি ফুটল পরিবারের মুখে। মহেশতলায় (Maheshtala) অভিজাত আবাসনের ১০ তলার ফায়ার ডাক্ট থেকে পড়ে গুরুতর জখম হয়েছিল শিশুকন্যা (Girl Child)। সে সুস্থ হয়ে বাড়ি ফিরছে কাল । গত ২ ডিসেম্বর লুকোচুরি খেলতে গিয়ে ঢুকে পড়ে ওই শিশু । পরিবারের লোকেরা অভিযোগ করেন, খোলা ছিল ফায়ার ডাক্টের দরজা । সেখানে ঢুকতেই প্লাইউড ভেঙে ১০ তলা থেকে একের পর এক ফ্লোরে ধাক্কা খেতে খেতে হুড়মুড়িয়ে নীচে পড়ে যায় শিশুকন্যা । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিএমআরআই হাসপাতালে (CMRI Hospital) ভর্তি করা হয়। দীর্ঘদিন ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে । অবশেষে স্বস্তি । সুস্থ হয়ে কাল বাড়ি ফিরছে সে । 


রাজ্যের অন্য আরেক ঘটনা


সম্প্রতি শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের মধ্যেই আচমকা বিপর্যয় । প্যান্ডেলের খোলা তার-এ এবার প্রাণ গেল এক শিশুর । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছিল নদিয়ার (Nadia) শান্তিপুরে (Shantipur)। স্থানীয় সূত্রে খবর, পরিবারের এক সদস্যর মৃত্যুর কারণে দু'দিন বাদেই শ্রাদ্ধ । আর সেই কারণে প্যান্ডেলের এবং ইলেকট্রিকের কাজ চলছিল বাড়িতে । এ দিকে সন্ধ্যার সময় বাড়ির এবং প্রতিবেশী আত্মীয়দের ছেলেমেয়েরা একসঙ্গে খেলা করছিল । সেই সময় ইলেকট্রিকের খোলা তার লেগে হঠাৎই মৃত্যু হল এক চার বছরের শিশু কন্যার ।


অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শান্তিপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বানকপাড়ায় । জানা যায়, মৃত ওই শিশু কন্যার নাম রাখি সর্দার । জানা গিয়েছে, অত্যন্ত অভাবী সংসারের খরচ যোগাতে বাবা প্রশান্ত সর্দার রাজ্যের বাইরে কাজ করে । রাখির এক দাদা এবং মা-ও রয়েছে। প্রশান্ত সর্দারের প্রতিবেশী দেখে যে এক ভাইয়ের বাড়িতে প্যান্ডেলে শিশুরা খেলার মাঝে মাটিতে শুয়ে পড়েছে রাখি ।  এর পর গরম দুধ খাইয়ে শিশুটিকে সুস্থ করে তোলা হয় । 


আরও পড়ুন: Birbhum News:পথ দুর্ঘটনায় মৃত্যু এক জনের, কীর্ণাহারের ঘটনায় জখম আরও ১


শান্তিপুর হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পরিবারের পক্ষ থেকে জানানো হয় বৈদ্যুতিক , কাজকর্ম করার গাফিলতিতেই এই দুর্ঘটনা । ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।