কলকাতা: কাজ শুরুর দেড় বছরের মধ্যেই মালদার বৈষ্ণবনগরে ভেঙে পড়ল নির্মীয়মাণ নতুন ফরাক্কা সেতু। আহত ৬ শ্রমিক। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ সন্ধেয় এক ও দু’নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলছিল। সেই সময় আচমকা সেতুর একাংশ ভেঙে পড়ে। সেখানে তখন কাজ করছিলেন প্রায় ৪০ জন শ্রমিক। সেতু ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন কয়েকজন। উদ্ধার করে আহত ৩ জন শ্রমিককে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত বাকি তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এখনও একজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা। উদ্ধারকাজ চালাচ্ছে বির্পযয় মোকাবিলা দল ও পুলিশ।
মালদার বৈষ্ণবনগরে ভেঙে পড়ল নির্মীয়মাণ নতুন ফরাক্কা সেতু, আহত ৬ শ্রমিক, একজনের অবস্থা আশঙ্কাজনক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Feb 2020 09:39 PM (IST)
এখনও একজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা। উদ্ধারকাজ চালাচ্ছে বির্পযয় মোকাবিলা দল ও পুলিশ।
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -