বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দায় ফের সমীকরণ বদল।লোকসভা ভোটের পর দলবদলের ধাক্কায় ওন্দা বিধানসভা এলাকার ৪টি পঞ্চায়েত হাতছাড়া হয় তৃণমূলের।৪টি পঞ্চায়েতের নিয়ন্ত্রণ ছিল বিজেপির হাতে। এরপর একে একে তিনটি পঞ্চায়েত তৃণমূলের হাতে আসে।একমাত্র বাইরে থাকা রতনপুর পঞ্চায়েতও পুনর্দখলের দাবি করল শাসক দল।
লোকসভা ভোটের পর এই তৃণমূলের প্রধান-সহ ১০ সদস্য বিজেপিতে যোগ দেন।
রবিবার সবাই ফিরলেন পুরনো দলে। রতনপুর পঞ্চায়েতের তৃণমূলে ফেরা সদস্য ও প্রধান শ্যামল মণ্ডল বলেছেন, লোকসভা ভোটের পর পরিস্থিতির চাপে বিজেপিতে যাই, আজ মনে হয়েছে আমার পুরনো দলে ফেরা উচিত, তৃণমূল শক্তিশালী হয়েছে,কেউ ভয় দেখায়নি, স্বেচ্ছায় তৃণমূলে এসেছি।
এবার বিষ্ণুপুর লোকসভা আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি।
বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত ওন্দায় ২৬ হাজার ৭০০ ভোটের লিড পায় বিজেপি।

ওন্দার তৃণমূল বিধায়ক অরূপ খাঁ বলেছেন, ওদের ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল বিজেপি, ওরা বুঝতে পেরেছেন তৃণমূলের মাধ্যমে উন্নয়ন সম্ভব, ১০০ দিনের কাজে বাঁকুড়ায় প্রথম, এসব দেখে তৃণমূলে ওরা ফিরেছেন।
পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌগত পাত্র বলেছেন, ভয় দেখিয়ে তৃণমূলে ফেরানো হয়েছে। মানুষ ওদের বিধানসভা ভোটে জবাব দেবে।
ভিতরে কী চলছে, তা জানা না গেলেও, ওপরে ওপরে যে ওন্দায় পরিস্থিতি বদলাচ্ছে, তার ইঙ্গিত মেলে গত সপ্তাহে। লোকসভা ভোটের পর বন্ধ থাকা রতনপুরে পার্টি অফিস খোলে তৃণমূল। এবার সেই রতনপুরেই পুনরুদ্ধার হল পঞ্চায়েত ।