কলকাতা: চতুর্থীতে চার হাজার পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা!বাংলায় আরও ভয়ঙ্কর করোনা!প্রথমবার একদিনে আক্রান্ত হলেন চার হাজারেরও বেশি।মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৯ জন। সোমবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৯৯২। রবিবার ৩ হাজার ৯৮৩। শনিবার ৩ হাজার ৮৬৫ জন। দৈনিক সংক্রমণে রেকর্ড তৈরি হলেও, মৃত্যু কিছুটা কমেছে। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। সোমবার সংখ্যাটা ছিল ৬৩। রবিবার ৬৪। শনিবার ৬১। এই নিয়ে এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত হলেন ৩ লক্ষ ২৯ হাজার ৫৭ জন।
এখনও অবধি মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮০ জনের। অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ১৭০ মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। এই নিয়ে মোট ২ লক্ষ ৮৭ হাজার ৭০৭ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৮৭.৪৩ শতাংশ। শনিবার রাজ্যে সুস্থতার হার ছিল ৮৭.৬৬ শতাংশ। রবিবার তা কমে হয় ৮৭.৫৫ শতাংশ। সোমবার সুস্থতার হার আরও কমে হয় ৮৭.৪৮ শতাংশ।