কলকাতা: পুজো এগিয়ে আসছে!বাজারে-শপিং মলে উপচে পড়া ভিড়!অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবি জানাচ্ছে বিজেপি!এরইমধ্যে বাংলায় দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা।ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।ফের রেকর্ড।বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭৭ জন।মঙ্গলবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৬৩১।

সোমবার ৩ হাজার ৫৮৩। রবিবার ৩ হাজার ৬১২ জন। শনিবার ৩ হাজার ৫৯১। শুক্রবার ৩ হাজার ৫৭৩ এবং বৃহস্পতিবার ৩ হাজার ৫২৬।

শুধু দৈনিক সংক্রমণ নয়, দৈনিক মৃত্যুও বেড়েছে।

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের।মঙ্গলবার সংখ্যাটা ছিল ৬২। সোমবার সেই সংখ্যাটা ছিল ৬০। আর রবিবার ৫৯।

এই নিয়ে এখনও পর্যন্ত বাংলায় করোনা আক্রান্ত হলেন ৩ লক্ষ ২ হাজার ২০জন।এখনও অবধি মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০৮ জনের

দৈনিক সুস্থতার সংখ্যাও সামান্য কমেছে।বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬ জন।মঙ্গলবার সংখ্যাটা ছিল ৩ হাজার ১৮৫ জন। এখনও অবধি রাজ্যে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৩৮৪।সুস্থতার হার ৮৭.৭৯ শতাংশ

উদ্বেগ বাড়িয়ে কলকাতায় একদিনে সংক্রমিত ৭৯৪, মৃত ১৪।উত্তর ২৪ পরগনায় আক্রান্ত আরও ৭৫২, মৃত ১৪।