কলকাতা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত মৃতের সংখ্যা কমল। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হন ৭১৭ জন। মৃত্যু হয় ৯ জনের। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।
বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৪৬,২৩৭। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৭১৯ জনকে। এই নিয়ে সুস্থ হয়ে উঠলেন মোট ১৫,১৮,৬৮৪ জন। নতুন করে আটজনের মৃত্যু নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৮,৪১০। রাজ্যে এখন অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৪ কমে হয়েছে ৯,১৪৩। রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.২২।
অক্টোবরে দুর্গাপুজো। এখন থেকেই শুরু হয়ে গেছে কেনাকাটা। কিন্তু উত্সবের আনন্দ যেন ডেকে না আনে করোনা সংক্রমণ। তাই, আগেভাগেই সতর্ক কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন বাজারে শুরু হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করার উদ্যোগ। এ নিয়ে পুরসভায় কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক হয়। পুরসভার বাজারগুলি প্রতিদিন খোলা ও বন্ধের সময় স্যানিটাইজেশনের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়। এদিন বিকেল থেকেই শহরের বাজারগুলিতে শুরু হয়ে যায় সচেতনতা প্রচার।
এদিকে, দেশের দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় কিছুটা কমেছে। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে চিন্তা বাড়াচ্ছে কেরল। গতকালের পর আজও দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপর।
স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৫৮ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৪৯৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৮ লক্ষ ২১ হাজার ৪২৮ জন। একদিনে ৩২ হাজার ৯৮৮ জন সুস্থ হয়েছেন।