কলকাতা: একটানা এগারো দিন। পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেল করোনা-মুক্তর সংখ্যা। বাড়ল সুস্থতার হার। কলকাতাতেও কমল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু, উদ্বেগ রয়ে গেল উত্তর ২৪ পরগনা নিয়ে।
স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৬ জন।
এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৬৮ হাজার ৬৯৭ জন। তবে, রাজ্যে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যার গ্রাফ ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয় ৫০ জন করোনা আক্রান্তের। সোমবার ৫২ জনের,মঙ্গলবার ৫৫ জনের,বুধবার সেই সংখ্যাটা আরও বেড়ে হল ৫৬।
এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৩৯।

গত কয়েকদিন ধরেই কলকাতার তুলনায় উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেশি। বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়, কলকাতার তুলনায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন। আর উত্তর ২৪ পরগনায় ৭২৮ জন।
তবে ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে এখনও এগিয়ে কলকাতা। স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ১৭ জনের। আর উত্তর ২৪ পরগনায় ৬ জনের।
তবে আশার কথা বলতে, বুধবার নিয়ে রাজ্যে টানা এগারোদিন ধরে দৈনিক করোনা আক্রান্তের তুলনায় করোনা-মুক্তর সংখ্যা বেশি। স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৬ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৭ জন।এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হলেন ১ লক্ষ ৪০ হাজার ৯১৩ জন। বুধবার সুস্থতার হার আরও বেড়ে হয়েছে ৮৩.৫৩ শতাংশ।