West Bengal News Live: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ৭০৮, মৃত ১৩
Get the latest West Bengal News and Live Updates:৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে বন্ধই থাকছে লোকাল। পুজোর জন্য ১০ থেকে ২০ অক্টোবর রাতের বিধিনিষেধ শিথিল
ট্যাক্সি থেকে ভাইয়ের বস্তাবন্দি মৃতদেহ নামাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়লেন যুবক। শুক্রবার ঠাকুরপুকুরের বাখরাহাট রোডে ঘটে ঘটনাটি। যুবকের দাবি, দেহটি তাঁর দুর্ঘটনায় মৃত ভাইয়ের। মাকে দেখানোর জন্যই তিনি মৃতদেহটি নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের থেকে খবর পেয়ে নারায়ণ ঘোষাল নামে ওই যুবককে আটক করে পুলিশ। মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে যুবক জানিয়েছেন, তিন দিন আগে দুর্ঘটনায় তাঁর ভাই কৃষ্ণ ঘোষাল আহত হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। ভাইয়ের মৃতদেহ মাকে দেখানোর জন্যই এভাবে এনেছেন। যুবক সত্যি কথা বলছেন কি না, খতিয়ে দেখছে পুলিশ।
করোনা পরিস্থিতির কারণে এবারের শারদোত্সবে বিভিন্ন ক্লাবের পাশে দাঁড়িয়েছে চোরবাগান পুজো কমিটি। একাধিক দুর্গা পুজো কমিটিকে প্রতিমা দিয়ে সাহায্য করছে তারা। আজ সকালে চোরবাগান পুজো কমিটির তরফে বিভিন্ন জায়গায় সেই প্রতিমা পাঠানোর কাজ শুরু হয়েছে।
ভবানীপুর উপনির্বাচনে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর চেষ্টা করেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
খড়দার প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহার স্ত্রীকে প্রার্থী না করে তাঁর পরিবারের সঙ্গে অন্যায় করা হয়েছে। সান্ত্বনা পুরস্কার হিসেবে ধরিয়ে দেওয়া হয়েছে দলীয় পদ। অভিযোগ করলেন, বিজেপি সাংসদ অর্জুন সিংহের। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। প্রয়াত প্রার্থীর স্ত্রী জানিয়েছেন, দলের দায়িত্ব পেয়ে তিনি খুশি
কোচবিহারের মাথাভাঙায় মাঝরাতে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা। বাঁচাতে গেলে, মারধর করা হয় তাঁর স্ত্রীকে। হাত ভেঙে যায় মহিলার। ঘটনায় দলেরই একাংশের দিকে আঙুল তুলেছেন যুব তৃণমূল নেতা। তৃণমূলের এই দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি
নির্বাচন জেতার পর ঘরে ঘরে অকথ্য অত্যাচার, হাজার হাজার কর্মীকে ঘরছাড়া। তৃণমূল ভেবেছিল আমাদেরই জমানা। কিন্তু বিজেপি দেখিয়ে দিয়েছে যে লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়ে সিবিআই গ্রেফতার করছে। মমতা কিচ্ছু করতে পারছে না। সিট গঠন করে চলছ দস্যুদের ধরবার কাজ। বিজেপি নেতা রাহুল সিন্হার মন্তব্যে বিতর্ক।
নির্বাচন জেতার পর ঘরে ঘরে অকথ্য অত্যাচার, হাজার হাজার কর্মীকে ঘরছাড়া। তৃণমূল ভেবেছিল আমাদেরই জমানা। কিন্তু বিজেপি দেখিয়ে দিয়েছে যে লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়ে সিবিআই গ্রেফতার করছে। মমতা কিচ্ছু করতে পারছে না। সিট গঠন করে চলছ দস্যুদের ধরবার কাজ। বিজেপি নেতা রাহুল সিন্হার মন্তব্যে বিতর্ক।
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৬ শিশুর মৃত্যু। ৬ জনের মধ্যে ১ শিশুর জ্বর-শ্বাসকষ্টে মৃত্যু। বাকি ৫ শিশু অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিল, জানিয়েছেন হাসপাতাল সুপার। হাসপাতালে এখন ৫৪ জন শিশু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জন শিশু ভর্তি হয়েছে।
কৃষ্ণ কল্যাণীর বিজেপি ছাড়ার দিনেই, বিজেপির পরিষদীয় বৈঠকে দেখা গেল না ৬ বিধায়ককে। অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হলেও, বিজেপির দাবি, অসুস্থতা ও অন্য কারণে ৬ বিধায়ক থাকতে পারেননি। বিজেপি আরও ভাঙবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল
মালদা মেডিক্যালে করোনা আক্রান্ত ৩ শিশু। মালদা মেডিক্যাল করোনা পরীক্ষার পর ১৭ জনের রিপোর্ট পজিটিভ। উপসর্গ না থাকলেও রাখা হয়েছে হোম আইসোলেশনে। মালদায় করোনা পজিটিভের হার ৩ দশমিক ৭ শতাংশ। গত কয়েকদিনের তুলনায় মালদায় বাড়ল করোনা সংক্রমণ
বেহাল রাস্তা। তা নিয়ে নাম না করে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি জেলা পরিষদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি। পুজোর আগে রাস্তা সংস্কারের দাবিতে দিলেন আন্দোলনের হুঁশিয়ারি। কর্তৃপক্ষের আশ্বাস, পুজোর পরে রাস্তা মেরামত হবে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
প্রাক্তন সেনাকর্মী বাবার হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে গুলি ছিটকে আহত হলেন ছেলে। ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনায়। আহত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাক্তন সেনাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
প্রাক্তন সেনাকর্মী বাবার হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে গুলি ছিটকে আহত হলেন ছেলে। ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনায়। আহত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাক্তন সেনাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
করোনার মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। শিশু থেকে চিকিত্সক পড়ুয়া- ডেঙ্গি আক্রান্ত হয়েছেন অনেকেই। তবে এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছে আইসিএমআর। ডেঙ্গির মোকাবিলায় শুরু হয়েছে ভ্যাকসিনের ট্রায়াল।
ছাত্র বিক্ষোভে ফের আরজি কর হাসপাতালে উত্তেজনা। একাধিক দাবিতে ছাত্রদের অবস্থান বিক্ষোভ জারি। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। অভিযোগ, হস্টেল রক্ষণাবেক্ষণ না হওয়ায় চাঙড় ভেঙে আহত ছাত্র। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি
ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলা প্লাবিত। প্রশাসন সূত্রে খবর, ডিভিসি আজ জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ১ লক্ষ ১৫ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। ডিভিসি সূত্রে জানান হয়েছে, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণেই ছাড়া হচ্ছে জল। তবে ডিভিসির দাবি, আজ বৃষ্টি না হলে জল ছাড়ার পরিমাণ কমানো হতে পারে। ইতিমধ্যে দুর্গতদের উদ্ধারের জন্য সেনা নামানো হয়েছে।
কুমোরটুলি সর্বজনীন থেকে সমাজসেবী সংঘ। হাইকোর্টের রায়ে হতাশ পুজো কর্তাদের একাংশ। দর্শকদের যাতে অসুবিধে না হয়, সেকথা মাথায় রেখে খোলামেলা মণ্ডপ তৈরি করছেন পুজো উদ্যোক্তারা।
ইডির বিরুদ্ধে অভিষেক ও রুজিরার আবেদনের শুনানি স্থগিত। আগামী ৬ অক্টোবর দিল্লি হাইকোর্টে ফের শুনানি হবে। আজ প্রায় ১ ঘণ্টা শুনানি চলে। অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের বিরোধিতা ইডির। কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করুক ইডি, আবেদন রুজিরার। দিল্লিতেই জিজ্ঞাসাবাদের জন্য আসতে হবে, দাবি ইডির।
টানা বৃষ্টির জেরে হাওড়ার বামনগাছি এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন। বেশ কয়েকটি ঘরে কোমর সমান জল। হাওড়া পুরসভার বিরুদ্ধে ধর্নায় উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক।
জমা জলের মধ্যেই শাসক বিধায়ক গৌতম চৌধুরী বসলেন ধর্নায়। পুরসভাকে জানিয়ে কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
ডিভিসি জল ছাড়ার সিদ্ধান্ত একা নেয় না। সেচ দফতরকে জানিয়েই জল ছাড়া হয়। তিন অর্থবর্ষে সেচ-পরিবহরণ-পূর্ত দফতরে বরাদ্দ ও ছাড়পত্রের পরিসংখ্যান প্রকাশ করুক রাজ্য সরকার। তাহলেই দেখা যাবে, বাঁধ রক্ষনাবেক্ষণে কোনও খরচই করে না সরকার। বলছেন শুভেন্দু অধিকারী।
এটা ম্যান মেড ফ্লাড। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়েছে। না জানিয়ে জল ছেড়েছে। সেই জন্যই বন্যা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলায় জেলায় পাঠানো হচ্ছে মন্ত্রীদের। জানালেন মুখ্যমন্ত্রী।
ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলা প্লাবিত। প্রশাসন সূত্রে খবর, ডিভিসি আজ জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ১ লক্ষ ১৫ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। ডিভিসি সূত্রে জানান হয়েছে, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণেই ছাড়া হচ্ছে জল। তবে ডিভিসির দাবি, আজ বৃষ্টি না হলে জল ছাড়ার পরিমাণ কমানো হতে পারে। ইতিমধ্যে দুর্গতদের উদ্ধারের জন্য সেনা নামানো হয়েছে।
টানা বৃষ্টির জেরে হাওড়ার বামনগাছি এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন। বেশ কয়েকটি ঘরে কোমর সমান জল।হাওড়া পুরসভার বিরুদ্ধে ধর্নায় উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক।জমা জলের মধ্যেই শাসক বিধায়ক গৌতম চৌধুরী বসলেন ধর্নায়। পুরসভাকে জানিয়ে কোনও লাভ হয়নি বলে অভিযোগ
‘বেসরকারি স্কুলের বেতন নিয়ে বিতর্ক থাকলেও বিতাড়িত করা যাবে না পড়ুয়াকে। স্কুল থেকে বিতাড়িত করা যাবে না পড়ুয়াকে। পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে প্রতিটি ছাত্র-ছাত্রীকে’। স্কুল ফি মামলায় স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের
সিঙ্গুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজন। ঘটনায় আহত এক।ঘটনাটি ঘটে সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর খাসেরভেঁড়ি গ্রামের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি নয়নজুলীতে পড়ে যায়।
তিলপাড়া ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে ফুঁসে উঠেছে ময়ুরাক্ষী নদী। ময়ুরাক্ষীর জলে প্লাবিত হল মুর্শিদাবাদের ভরতপুরের বিস্তীর্ণ এলাকা। জলের নিচে কান্দি সালার রাজ্য সড়ক। গ্রামের পর গ্রাম জলমগ্ন। ঝুঁকি নিয়ে সেই জলমগ্ন রাস্তা দিয়েই চলছে যানবাহন।
মাথাভাঙ্গা নয়ারহাট তৃণমূল যুব নেতা সুমন্ত অধিকারীর বাড়িতে হামলা। তাঁকে এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ দলের একাংশের বিরুদ্ধে। গতকাল রাতে বাড়িতে ঢুকে দরজা ভেঙ্গে তাকে এবং তার স্ত্রী সান্তনা অধিকারী কে মারধর করা হয় বলে অভিযোগ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, আগে থেকেই জল ছাড়ার কথা জানানো হয়েছিল। কিন্তু রাজ্য সরকার দুর্গতদের সরিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন।
এটা ম্যান মেড ফ্লাড। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়েছে। না জানিয়ে জল ছেড়েছে। সেই জন্যই বন্যা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলায় জেলায় পাঠানো হচ্ছে মন্ত্রীদের। জানালেন মুখ্যমন্ত্রী।
ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলা প্লাবিত। প্রশাসন সূত্রে খবর, ডিভিসি আজ জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। ১ লক্ষ ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে ৮০ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। ডিভিসি সূত্রে জানান হয়েছে, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণেই ছাড়া হচ্ছে জল। তবে ডিভিসির দাবি, আজ বৃষ্টি না হলে জল ছাড়ার পরিমাণ কমানো হতে পারে।
উত্তর পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৬ অক্টোবর, বুধবার থেকে। তবে পুজোর সময় বাংলা থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে।
পুজোর সময় এবারও মণ্ডপে থাকছে ‘নো এন্ট্রি’। বহাল থাকছে গতবছর ১৯ ও ২১ অক্টোবর জারি হওয়া নির্দেশ।নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের তরফে জানানো হয় নির্দেশ জারি থাকলে আপত্তি নেই ।রাজ্যের তরফে আদালতে একথা জানান অ্যাডভোকেট জেনারেল।
ফলে এবারও দুর্গাপুজো ও কালীপুজোয় দর্শকশূন্য থাকবে মণ্ডপ।
জল্পনার অবসান । সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিষোদ্গার করে দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী । তবে এখনও পর্যন্ত তিনি তৃণমূলে যাচ্ছেন কি না, তা পরিষ্কার করেননি।
কেতুগ্রামে অজয়ের বাঁধ ভেঙে বেশ কিছু গ্রামে জল ঢুকতে শুরু করেছে। প্রায় ১০টি গ্রাম জলমগ্ন। জল ঢুকেছে বহু বাড়িতেও।
ঘাটালের পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের গম্ভীরনগরে ৪ বছরের শিশুর জলে ডুবে মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সকালে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে দাবি, ওই বাড়ির একতলা জলে ডুবে রয়েছে। বাবা-মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল শিশু। আজ সকালে বাবা-মা ঘুম থেকে উঠে জলের মধ্যে শিশুর মৃতদেহ দেখতে পান। স্থানীয় সূত্রে খবর, সম্ভবত ঘুম থেকে উঠে জলে পড়ে যায় ওই শিশু।
ঘাটালের মানসুকায় জলের তোড়ে ভাঙল বাড়ি। সকাল ৯টা নাগাদ ঘটে দুর্ঘটনা। চড়কতলায় দোতলা পাকা বাড়ি হুড়মুড়িয়ে চলে যায় নদীগর্ভে।বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ি ফাঁকা করা হয়েছিলে আগেই।দুর্ঘটনায় তাই কোনও হতাহত হয়নি
ভবানীপুর উপনির্বাচনে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর চেষ্টা করেছে।নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে অজয় নদের বাঁধ ভেঙে বহু গ্রাম জলমগ্ন। উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। কেন আগে সতর্ক করা হল না, এই প্রশ্ন তুলছেন দুর্গতরা।
এরইমধ্যে শিলাবতী নদীর বাঁধ ভেঙে বিপত্তি আরও বেড়েছে। চন্দ্রকোণা ১ ও ২ নম্বর ব্লকে শিলাবতীর বাঁধ ভেঙে জল ঢুকছে। এর জেরে ২টি ব্লকের বহু গ্রাম প্লাবিত।
পশ্চিম মেদিনপুরের ঘাটালের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। শিলাবতী, ঝুমি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদী বাঁধ উপচে জল ধুকেছে গ্রামে । বেশ কয়েকটি গ্রাম প্লাবিত। প্রশাসনের তরফে প্রচার চালানো হচ্ছে মাইকে। ঘাটাল পুরসভার ১৩টি ওয়ার্ডই জলমগ্ন। ঘাটাল শহরে নৌকায় যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
ডিভিসি জল ছাড়ায় হাওড়ার উদয়নারায়ণপুরের বহু এলাকা প্লাবিত। দামোদরের বাঁধ টপকে আজ ভোর থেকে একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, শিবাণীপুরে ৫ জায়গায় দামোদরের বাঁধে দেখা দিয়েছে ফাটল। ১৫টি গ্রাম জলমগ্ন। দুর্গত এলাকা থেকে শুরু হয়েছে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ। জেলা প্রশাসন সূত্রে খবর, ১২টি ত্রাণশিবির ও ৮০টি স্কুলকে দুর্গতদের আশ্রয়ের জন্য তৈরি রাখা হয়েছে। উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ৪০টি নৌকা ও ৭টি স্পিডবোট।
ভাগীরথী ও অজয়ের জল বাড়ায় পূর্ব বর্ধমানের কাটোয়ায় চারটি ফেরিঘাট বন্ধ করে দিল প্রশাসন। জলের স্রোত বেশি থাকায় নৌকা চললে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। সেই কারণেই বন্ধ করা হয়েছে ফেরিঘাট বলে প্রশাসন সূত্রে খবর। পূর্ব বর্ধমানের আউশগ্রামে অজয় নদে জল বাড়ায় ফাটল ধরেছে বাঁধে।
বৃষ্টি একটু কমার পর দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণও কমানো হল। সেচ দফতর সূত্রে খবর, আজ দুর্গাপুর ব্যারাজ থেকে ২ লক্ষ ১৪ হাজার ৯০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। মুলত ঝাড়খণ্ড ও পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টির কারণে গতকালও জল ছাড়া হয়।
অজয় নদের বাঁধ ভেঙে বিপত্তি। বীরভূমের নানুরে বাসাপাড়া এলাকায় বহু গ্রামে জল ঢুকেছে। সুন্দরপুর, বাসাপাড়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বাসাপাড়া বাজার এলাকায় বাড়ি ঘর, দোকান জলমগ্ন। এই পরিস্থিতিতে ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ঝাড়খণ্ডের শিকাটা ড্যাম থেকে জল ছাড়ার কারণেই এই বিপত্তি বলে স্থানীয় প্রশাসন সূত্রে দাবি।
দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙে বিপত্তি। গতকাল রাতে হুগলির আরামবাগের দৌলতপুরে বাঁধ ভেঙেছে দ্বারকেশ্বর নদের। এর ফলে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। মনসাতলা এলাকায় বাঁধ উপচে জল ঢুকেছে আরামবাগ শহরে। আরামবাগ পুরসভার বহু এলাকা জলে ভাসছে। আরামবাগ থেকে কলকাতা আসার রাজ্য সড়কও জলের নীচে। আরামবাগ থেকে বাঁকুড়া ও বর্ধমানে যাওয়ার রাস্তাও জলমগ্ন।
জুন-সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে স্বাভাবিকের তুলনায় ১৫% বেশি বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৩১% বেশি বৃষ্টি। শুধু সেপ্টেম্বরে কলকাতায় স্বাভাবিকের তুলনায় ৩১% বেশি বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হলেও, কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে।দেশের নিরিখে এবার বর্ষা বিদায়ও এবার বিলম্বে।উত্তর-পশ্চিম ভারতে বর্ষা বিদায় নিতে শুরু করবে ৬ অক্টোবর থেকে।এই অঞ্চল থেকে বর্ষা সাধারণত বিদায় নেয় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে
উত্তর দিনাজপুরের পর এবার দক্ষিণ দিনাজপুরে শুট আউট। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের রায়নগর মোড় এলাকায় কমল রাজবংশী এলাকার এক ব্যবসায়ীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় কমল রাজবংশীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিরামপুর থানার বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স।
টানা বৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদীর জল। যার জেরে জলবন্দি হয়ে পড়েছে পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা। পাশাপাশি, রাস্তায় ধস নেমেছে জামুরিয়া ও দুর্গাপুরে। আতঙ্কে এলাকার বাসিন্দারা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
৩০ অক্টোবর উপনির্বাচন হবে কোচবিহারের দিনহাটায়। তার আগেই ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে দিয়ে, পদত্যাগের ঘোষণা তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের তৃণমূল যুব সাধারণ সম্পাদকের।
প্রবল বৃষ্টি ও দুর্যোগে পাণ্ডবেশ্বরের কালিকাপুরে ভেঙে পড়ল বাড়ি। মৃত্যু গবাদি পশুর। জলে দুর্ভোগ মানুষের। পুরসভা ব্যর্থ, নিকাশী ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি বিজেপির। প্রশাসন ব্যবস্থা নিয়েছে, দাবি তৃণমূলের।
প্রেক্ষাপট
কলকাতা: বিজেপি নেতা হয়েও হিন্দুস্তানি আওয়াম মোর্চার নির্বাচনী এজেন্ট! গাড়িতে হামলার পরে নিজেই বিতর্কে জড়ালেন কল্যাণ চৌবে। অস্বস্তির মুখে একই ভাবধারার দল বলে সাফাই।
ভবানীপুরে ভোটের শেষলগ্নে তুলকালাম। পদ্মপুকুরে কল্যাণ চৌবের গাড়ি ভাঙচুর। বহিরাগত অভিযোগে তাড়া করে আপ্ত সহায়কককে ধরালেন তৃণমূল নেতা।
তাড়া করে পাকড়াও
বাইক চালকের সঙ্গে বচসায় গাড়িতে ভাঙচুর। রাজনীতির কোনও যোগ নেই, কল্যাণের অভিযোগ খারিজ কমিশনের। বহিরাগত বিতর্কে কল্যাণকেই গ্রেফতারের দাবি ফিরহাদের।
ভুয়ো ভোটারের অভিযোগে ভবানীপুরে তুলকালাম। সায়েন্টিফিক রিগিংয়ের অভিযোগ বিজেপির। শান্তিপূর্ণ ভোটে শুধুই অশান্তির চেষ্টা, পাল্টা তৃণমূল।
এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। সুব্রত-ফিরহাদের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির। কোনও বিধিভঙ্গ হয়নি, পাল্টা দাবি ফিরহাদের।
ভোট দেবেন কাকে? ভোটের লাইনেই ভোট চাইলেন সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী। বিতর্কের মুখে অস্বীকার। বুথের কাছে নকল ইভিএম দেখিয়ে প্রচার তৃণমূলের।
ছাপ্পা ভোটের অভিযোগে উত্তপ্ত সামশেরগঞ্জ। কংগ্রেস- তৃণমূল বচসা। পুলিশকে ঘিরে বিক্ষোভ। ৯টি বুথে পুনর্নিবার্চনের দাবি কংগ্রেসের। ভিত্তিহীন দাবি, পাল্টা তৃণমূল।
বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই শেষ ৩ কেন্দ্রের ভোট। ভবানীপুরে ভোট পড়ল প্রায় ৫৫ শতাংশ। সামশেরগঞ্জে ৭৯ শতাংশ, জঙ্গিপুরে ৭৬ শতাংশ।
৩০ অক্টোবর ৪ কেন্দ্রে উপনির্বাচন। শান্তিপুর ছাড়া আর কোথাও প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। জানিয়ে দিলেন অধীর।
ভার্চুয়াল হাজিরার আবেদনে মিলল না অনুমতি। ১২ অক্টোবর সপ্তমীর দিন, কয়লাকাণ্ডে দিল্লির পাতিয়ালা কোর্টে সশরীরে যেতেই হবে রুজিরাকে। প্রয়োজনে জামিনযোগ্য ধারায় ওয়ারেন্টের দাবি ইডির।
কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিত্ সরকার খুনের মামলায় চার্জশিট।২০ জনের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। খুনের অভিযোগ এবং মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ চার্জশিটে।
৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যে বন্ধই থাকছে লোকাল। পুজোর জন্য ১০ থেকে ২০ অক্টোবর রাতের বিধিনিষেধ শিথিল। স্কুল খোলা নিয়ে কোনও নির্দেশ নেই বিজ্ঞপ্তিতে।
রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু। ২৪ ঘণ্টায় ফের সংক্রমিত সাড়ে সাতশর দোরগোড়ায়। মৃত ১৫। পড়ুয়াদের টিকাকরণ শুরু হল কলেজ বিশ্ববিদ্যালয়ে।
বাড়ল সংক্রমণ-মৃত্যু
ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি। ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্লাবনের আশঙ্কা। হাওড়া, হুগলি, পঃ বর্ধমানের জন্য সেনা চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের। বীরভূম, বাঁকুড়ার জন্য থাকছে এসডিআরএফ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -