West Bengal News Live Updates: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৭০৩, বাড়ল মৃত্যুও
পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার জিজ্ঞাসাবাদের পর, ফের ডেকে পাঠিয়েছে ইডি। রাজ্যের আইনমন্ত্রীকেও ইডি তলব করেছে বলে ANI সূত্রে খবর।
জলপাইগুড়ি সদর হাসপাতালে সক্রিয় দালাল চক্র। রক্তের বিনিময়ে টাকা চাইতে গিতে হাতেনাতে পাকড়াও। রক্তের বিনিময়ে রোগীর পরিবারের থেকে ৩০০০ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রাজ্যে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ। পরীক্ষার পর দেখা গিয়েছে করোনা, ডেঙ্গি, চিকুনগুনিয়া, স্ক্র্যাব টাইফাস নেই। ফুসফুসে ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে প্রাথমিক অনুমান। বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। রাজ্যব্যাপী জ্বরের কারণ পর্যালোচনা, পদক্ষেপে পরামর্শ দেবে সেই কমিটি। জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
অবৈধভাবে নেপালে প্রবেশ করার সময় এক চিনা নাগরিককে আটক করল এসএসবি। তাঁর সঙ্গে থাকা শিলিগুড়ির এক বাসিন্দাকেও আটক করা হয়। সোমবার ভোররাতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বর্ডারের ৪১ নম্বর ব্যাটেলিয়নের এসএসবির হাতে ধরা পড়ে তারা।
সোমবার সংক্রমণ কমলেও ফের চিন্তা বাড়াচ্ছে মঙ্গলবারের আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৫৮,১১৭ জন। রাজ্যে বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ১ দিনে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। সংক্রমণে আজও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।
খড়গপুরে রেলব্রিজের কাজ ঘিরে তীব্র হল তৃণমূল-বিজেপি চাপানউতোর। দিলীপ ঘোষের অভিযোগ, তাদের কাছ থেকে মালপত্র নেওয়ার জন্য রেলের ঠিকাদারদের চাপ দিচ্ছে তৃণমূল। রেলের ব্যর্থতা ঢাকতে নজর ঘোরাতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় গতকালই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই, আজ সকাল ৯টা নাগাদ উত্তর ২৪ পরগনার জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির অদূরে বোমাবাজি হয়। স্থানীয় সূত্রে দাবি, ফাঁকা জমির পাঁচিলে ছোড়া হয় বোমা। বিজেপি সাংসদের অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
মলয় ঘটকের আর্জি খারিজ, ফের দিল্লিতে ‘তলব’। ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ চেয়ে মলয়ের আর্জি ‘খারিজ’। কয়লাকাণ্ডে আইনমন্ত্রীকে ২৩ সেপ্টেম্বর ফের তলব করা হয়েছে। খবর ইডি সূত্রে। আজ দিল্লির অফিসে মলয় ঘটককে ডেকেছিল ইডি। ‘এত অল্প সময়ের নোটিসে দিল্লি যাওয়া সম্ভব নয়’। ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ চেয়ে আবেদন করেন আইনমন্ত্রী।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও প্রচুর শিশু জ্বরে আক্রান্ত। কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ৬ শিশুর মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। সূত্রের খবর, অধিকাংশ শিশুই আর এস ভাইরাসে আক্রান্ত। প্রচণ্ড সংক্রামক এই ভাইরাসের জাল থেকে মুক্তি পেতে অভিভাবকদেরও সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
নিউটাউনের সাপুরজিতে জমা জলে বিপত্তি। ম্যানহোলে আটকে যান এক মহিলা। আড়াই ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে দমকল।
নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নাগাড়ে বৃষ্টি। কালও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উপকূলবর্তী জেলা ও হাওড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সন্ধে ৬.৫৭ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৪ .৫৯ মিটার। গঙ্গার জলস্তর হবে ১৫.৬ ফুট। আজ রাত ৯ টা পর্যন্ত বন্ধ থাকবে লকগেট। ফের বৃষ্টি হলে জল জমার আশঙ্কা করা হচ্ছে। কাল থেকে অবস্থার উন্নতি হবে, জানাল আবহাওয়া দফতর।
বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে খুনের অভিযোগে ইতিমধ্যে দুলাল মৃর্ধা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। গতকাল রাতে ধৃতকে নিয়ে ইলামবাজারে ব্লক তৃণমূল কার্যালয়ে যান সিবিআইয়ের অফিসাররা। সেখানে ২ জন তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। সূত্রের খবর, ইলামবাজারে তৃণমূলের গোপালনগর বুথ কমিটির তৃণমূল কর্মীদের নামের তালিকা ও কয়েকজন নেতার ফোন নম্বর সংগ্রহ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
চুক্তি ভিত্তিক শিক্ষকদের বদলি, হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য। চুক্তি ভিত্তিক শিক্ষকদের বদলির নির্দিষ্ট কোনও নীতি নেই। কীসের ভিত্তিতে, কোন ক্ষমতার বলে বদলি করল রাজ্য ? কালকের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ দিল হাইকোর্ট
টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ের পর এই প্রথমবার কলকাতায় নীরজ চোপড়া। এদিন বিকেলে এসে নামলেন কলকাতা বিমানবন্দরে। এক বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দিতেই 'সিটি অফ জয়ে' নীরজ। বিমানবন্দরের ভিতরে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় তাঁকে।
গোর্কি সদনের সামনে শ্যুটআউটের ঘটনায় দায়িত্ব নিল লালবাজারের গুণ্ডাদমন শাখা। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গুলি চালানো হয়েছে দেশি পিস্তল থেকে।
মায়ের ঘন ঘন বেড়াতে যাওয়া পছন্দ ছিল না। সেই কারণে মা-কে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রেখে দুই বছর সেই ঘরেই বসবাস করছিল 'গুণধর' ছেলে। এই অভিযোগে আজ অভিযুক্ত ছোট ছেলেকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশি জেরায় সে খুনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। ধৃতের নাম নয়ন আলি শেখ। মৃতার নাম সুকরানা বিবি(৫৮)। অভিযোগের পরিপেক্ষিতে বর্ধমান থানার পুলিশ খুনের মামলায় তদন্ত শুরু করেছে। বর্ধমান থানার হটুদেওয়ান পীরতলা ক্যানেলপাড় এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধারের জন্য বর্ধমান আদালতের দ্বারস্থ পুলিশ।
জলপাইগুড়ি সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু। কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা ওই ৬ বছরের শিশুকন্যাকে প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের দাবি, ভর্তির সময়ই শিশুটির অবস্থা সঙ্কটজনক ছিল। বহু চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। গতকালই এই হাসপাতালে জ্বরে আক্রান্ত ২৪ শিশু ভর্তি হয়। তবে এখনও পর্যন্ত ২৯ শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে প্রায় ১০০ শিশু। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ৮৩ শিশু ভর্তি রয়েছে।
কলকাতা মেডিক্যাল কলেজে বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। ৬ জন শিশু আইসিইউতে ভর্তি। ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। ৪ জন শিশুকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে
অধিকাংশ শিশুই আর এস ভাইরাসে আক্রান্ত। অভিভাবকদের কাছ থেকেই সংক্রমিত হচ্ছে শিশুরা, মত চিকিত্সকদের
মিনিট খানেকের প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত উত্তর ২৪ পরগনার হাড়োয়ার শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া। স্থানীয় প্রশাসন সূত্রে দাবি, গতকাল বিকেলে মিনিটখানেকের ঝড়ে উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। উড়ে যায় কয়েকটি বাড়ির চাল। ভেঙে পড়ে বহু গাছ। ঝড়ের পর হাড়োয়ার বিডিও তালবেড়িয়া পরিদর্শন করেন। সূত্রের খবর, প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি। বাকি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। তবে আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বাংলা ও ওড়িশার উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মত্স্যজীবীদর জন্য আজও সতর্কবার্তা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে তাঁদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। প্রবল বৃষ্টিতে ইতমধ্যেই জল জমেছে যশোর রোডে, সল্টলেকের সেক্টর ফাইভে । জলমগ্ন পূর্ব মেদিনীপুরের এগরাও।
আগরতলায় অভিষেকের মিছিলের অনুমতি চেয়ে ফের চিঠি, আগরতলা পুলিশকে ফের চিঠি দিল তৃণমূল কংগ্রেস, ২২ সেপ্টেম্বর মিছিলের অনুমতি চেয়ে চিঠি
বুধ ও বৃহস্পতিবারের মিছিলের অনুমতি আগেই খারিজ হয়
পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ঝোড়ো হাওয়াও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বঙ্গোসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে রবিবার থেকেই ভার হয়েছে আকাশের মুখ। তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সারা দিনই আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
ফের পুলিশ অফিসারের ভুয়ো পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার বরানগরের বাসিন্দা অনিরুদ্ধ দত্ত। তাঁকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। অভিযোগ, তিনি এলাকায় পুলিশের উর্দি পরে ঘুরে বেড়াতেন। বরানগরের ময়রাডাঙার বাসিন্দা রথীন মল্লিকের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি থেকে ভুয়ো পরিচয়পত্র ও পুলিশের একসেট উর্দি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
তিন-চার মাসের ব্যবধানে ২ প্রেমিকাকে খুন করার অভিযোগ। শিলিগুড়ির মাটিগাড়া থেকে গ্রেফতার এক যুবক। মাটি খুঁড়ে উদ্ধার এক প্রেমিকার পচাগলা দেহ। পুলিশ সূত্রে দাবি, দু’টি ক্ষেত্রে শারীরিক মিলনেরর সময় প্রেমিকাদের গলা টিপে খুন করেন ধৃত প্রেমিক।
তিন-চার মাসের ব্যবধানে ২ প্রেমিকাকে খুন করার অভিযোগ। শিলিগুড়ির মাটিগাড়া থেকে গ্রেফতার এক যুবক। মাটি খুঁড়ে উদ্ধার এক প্রেমিকার পচাগলা দেহ। পুলিশ সূত্রে দাবি, দু’টি ক্ষেত্রে শারীরিক মিলনেরর সময় প্রেমিকাদের গলা টিপে খুন করেন ধৃত প্রেমিক।
প্রেক্ষাপট
গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। সোমবার আইকোর-মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আর কয়লাকাণ্ডের তদন্তে, এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর। এরইমধ্যে কয়লাকাণ্ডে আগামী সপ্তাহের মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । আর তৃণমূলের হেভিওয়েটদের কেন্দ্রীয় এজেন্সির পরপর এই তলব ঘিরেই চড়ছে বঙ্গ রাজনীতির পারদ।
গত সোমবার দিল্লিতে ইডি-র দফতরে গিয়ে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডি সূত্রে দাবি, এরপর ফের ডাকা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।কিন্তু, কম সময়ের নোটিসে যেতে পারবেন না বলে জানান তিনি। এবার ২১ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের দিল্লির সদর দফতরে ডেকেছে ইডি।
শিল্পমন্ত্রীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এবং আইনমন্ত্রীকে ইডির তলবের পাশাপাশি এই বিষয়টি নিয়েও । সুর চড়িয়েছে তৃণমূল । পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তৃণমূল-বিজেপি তরজায় কটাক্ষ সিপিএমের। সব মিলিয়ে ভবানীপুরে উপ নির্বাচনের মুখে, কেন্দ্রীয় সংস্থার লাগাতার তলব ঘিরে সরগরম রাজনীতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -